ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার মাঝিপাড়া এলাকায় লম্বালম্বিভাবে পাকা দেয়ালের টিনশেডের সামনে শাটার দেওয়া বেশ কয়েকটি কক্ষ। কক্ষগুলো ভাড়া দেওয়া হয়েছে। অধিকাংশ দোকানের শাটার নামিয়ে তালা দিয়ে রাখা। একটিতে মুদিদোকান। পাশের কক্ষটি একটি মানবাধিকার সংস্থা ব্যবহার করছে, এমনটিই জানেন স্থানীয় ব্যক্তিরা। তবে ওই সংস্থার আশুলিয়া শাখার সভাপতি জানান, কক্ষটি একই সঙ্গে বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টিরও কার্যালয়।

তবে কক্ষটির কোথাও দলটির সাইনবোর্ড বা দলীয় কোনো প্রচার-প্রচারণার লিফলেট, ব্যানার ও ফেস্টুনের দেখা মেলেনি। দলটির নেতাদের সহায়তা ছাড়া এ কার্যালয় খুঁজে পাওয়া মুশকিলের।

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের জন্য বিভিন্ন দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এর মধ্যে দুটি দল বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি ও মৌলিক বাংলার কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে সাভার উপজেলার আশুলিয়ার পৃথক দুটি স্থানে। গতকাল মঙ্গলবার আশুলিয়ার মাঝিপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টির কার্যালয়ে গিয়ে এমন তথ্য ও চিত্র পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, আশুলিয়ার বাসস্ট্যান্ড থেকে বাইপাইল এলাকার দিকে সামান্য এগোলেই সড়কের বাঁ পাশে মাঝিপাড়া। ওই এলাকার একাধিক ব্যক্তির কাছে বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টির ঠিকানা জানতে চাওয়া হলে কেউ দলটি চেনেন না বলে জানান। মুঠোফোনে দলের নেতাদের সহায়তা নিয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলেও তাঁরা দলটি চিনতে পারেননি। পরে মো.

খাইরুল আলম নামের এক ব্যক্তি এসে পাকা দেয়ালের টিনশেডের একটি কক্ষের সামনের শাটারের তালা খুলে জানান, এটিই দলটির কার্যালয়।

মো. খাইরুল আলম বলেন, তিনি দলটির রাজনীতির সঙ্গে যুক্ত এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আশুলিয়া থানা কমিটির সভাপতি। এই অফিস বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি ব্যবহার করে। ওই পার্টির সঙ্গে তিনি সম্পৃক্ত। কমিটিতে পদের জন্য নাম দেওয়া হয়েছে বলে একবার তাঁকে বলা হয়েছিল। তবে পরে কী পদ দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি, সেটি এখনো জানানো হয়নি।

ছোট আকৃতির ওই কক্ষের ভেতরের দিকের একটি দেয়ালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আশুলিয়া থানা কমিটির একটি ব্যানার ঝোলানো। একটি বড় চেয়ার, ছয়টি প্লাস্টিকের চেয়ার, একটি টেবিল, একটি সিলিং ফ্যান ও দুটি লাইট আছে কক্ষটিতে। ওই কক্ষের পাশের একটি কক্ষে আছে মুদিদোকান। বাকিগুলো তালাবদ্ধ।

সাভারের আশুলিয়ার ঠিকানায় গিয়ে মৌলিক বাংলার কার্যালয়ের এমন হাল দেখা গেছে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দলট র র একট

এছাড়াও পড়ুন:

বিসিবির বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত হলো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০তম বোর্ড সভা শনিবার অনুষ্ঠিত হয় বিসিবি কার্যালয়ে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে না থাকায় অনলাইনে যুক্ত হন সভায়। 

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ম‌্যারাথন সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক। বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কিছু দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। 

শুরুতে বিসিবির ২৫ বিভাগের ম‌্যানেজার ১০ মিনিট করে নিজেদের বিভাগের বর্তমান পরিস্থিতি, অগ্রগতি এবং ভবিষ‌্যৎ পরিকল্পনার প্রেজেন্টেশন দেন। পরবর্তীতে শুরু হয় মূল আলোচনা।

আরো পড়ুন:

ঋতুপর্ণাকে বিসিবির বাড়ি উপহার

গামিনি মোহ কাটিয়ে হেমিংয়ে বুঁদ 

যেসব সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড সভায়:   

ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নতুন করে তৈরি। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন‌্য স্পোর্টস ম‌্যানেজমেন্ট বাছাই প্রক্রিয়া চলমান। ২-৩ দিনের ভেতরেই সবকিছু চূড়ান্ত হবে। 

আগামী এনসিএলে ঢাকা মেট্রোর পরিবর্তে খেলবে ময়মনসিংহ বিভাগ।

বিপিএলের জন‌্য রাজশাহীতে ১৬টি প্র‌্যাকটিস পিচ ও অনান‌্য সুবিধা

বরিশালে ৮টি প্র‌্যাকটিস পিচ ও ২টি স্এটার উইকেট তৈরি। 

বান্দরবান স্টেডিয়ামে ম‌্যাচ ও প্র‌্যাকটিসের উইকেট তৈরি

২ বছরের চুক্তিতে হেড অব টার্ফ ম‌্যানেজমেন্ট পদে টনি হেমিংকে নিয়োগ

আর্থিক খেলাপী ফ্রাঞ্চাইজি ও স্পন্সর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী পদক্ষেপ

বোর্ডের অ‌্যান্টি করাপশন ইউনিটকে ঢেলে সাজাতে আইসিসি থেকে পরামর্শক নিয়োগ

ক্রিকেট পর্যটনের জন‌্য বিসিবি ও টু‌্যরিজম বোর্ডের সঙ্গে ৫ বছরর চুক্তি।

বাংলাদেশ-নেদারল‌্যান্ডস সিরিজের বাজেট অনুমোদন এবং স্পন্সর ও টিভি রাইটস বিক্রির জন‌্য দরপত্র আহ্বানের অনুমতি প্রদান।

সাবেক ক্রিকেটার, সংগঠকদের আর্থিক সাহায‌্য অনুমোদন। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ