সচিবালয়ে ক্যান্টিন দখল নিতে দুই পক্ষে সংঘর্ষ
Published: 26th, June 2025 GMT
সচিবালয়ের ৪ নম্বর ক্যান্টিন দখল নিতে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এজন্য সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে কর্মচারী নেতাদের বুধবারের বৈঠক হয়নি।
জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে সচিবালয়ের ক্যান্টিন দখল নিতে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি নুরুল ইসলাম আহত হন। আরও অন্তত ছয়জন কর্মচারী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লি.
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান হলেন– নুরুল ইসলাম, বাদিউল কবীর ও কো-মহাসচিব নজরুল ইসলাম। এর মধ্যে নুরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর সমকালকে বলেন, গত ১৯ জুন নুরুল ইসলামের অনুসারীরা তালা ভেঙে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লি. পরিচালিত ৪ নম্বর ক্যান্টিন দখল করেন। এ ছাড়া একটি দোকান দখল করা হয়েছে। সমবায় সমিতির নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে নিজেদের লোক দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সমবায় সমিতির বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। তিনি আরও বলেন, সচিবালয়ের কর্মচারীরা অবৈধ দখলদারদের সঙ্গে কখনও থাকবে না। তবে ন্যায্য দাবি আদায়ের জন্য সব সময় মাঠে থাকবে।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব নজরুল ইসলাম সমকালকে বলেন, অধ্যাদেশের ওপর আপত্তিগুলো যাচাই-বাছাই করতে হবে। এ লক্ষ্যে ঐক্য ফোরামের নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের কমিটির গতকাল বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকটি হয়নি। কেন হয়নি তা উচ্চ পর্যায়ের কমিটির পক্ষ থেকে আমাদের জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম সেলিম আহত হওয়ায় উচ্চ পর্যায় কমিটির দায়িত্বে থাকা উপদেষ্টারা অধ্যাদেশ নিয়ে বৈঠক বাতিল করেছেন।
গতকাল সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম এ বিষয়ে বিবৃতিতে বলেছে, সচিবালয়ের অভ্যন্তরে ক্যান্টিন ব্যবস্থাপনা (নতুন ও পুরোনো) কমিটির দ্বন্দ্বে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নুরুল ইসলাম আহত হয়েছেন। তিনি নবগঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান। তিনি মারাত্মকভাবে আহত ও জখম হওয়ায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের চলমান আন্দোলনের সঙ্গে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রমের সম্পর্ক নেই। সম্প্রতি জেলা সমবায় কার্যালয় ঘোষিত নতুন কমিটির সঙ্গে পুরানের দ্বন্দ্বে ঐক্য ফোরামের সম্পৃক্ততা নেই। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। সচিবালয়ের কর্মচারীদের বিভেদ ও সংকীর্ণতা ভুলে আন্দোলনে সোচ্চার থাকার জন্য অনুরোধ করা হলো।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক য ন ট ন দখল ন র ল ইসল ম কম ট র
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল