সচিবালয়ের ৪ নম্বর ক্যান্টিন দখল নিতে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এজন্য সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে কর্মচারী নেতাদের বুধবারের বৈঠক হয়নি।

জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে সচিবালয়ের ক্যান্টিন দখল নিতে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি নুরুল ইসলাম আহত হন। আরও অন্তত ছয়জন কর্মচারী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লি.

এই ক্যান্টিন পরিচালনা করে। ক্যান্টিন ব্যবস্থাপনার নতুন ও পুরাতন কমিটির সদস্যদের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান হলেন– নুরুল ইসলাম, বাদিউল কবীর ও কো-মহাসচিব নজরুল ইসলাম। এর মধ্যে নুরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর সমকালকে বলেন, গত ১৯ জুন নুরুল ইসলামের অনুসারীরা তালা ভেঙে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লি. পরিচালিত ৪ নম্বর ক্যান্টিন দখল করেন। এ ছাড়া একটি দোকান দখল করা হয়েছে। সমবায় সমিতির নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে নিজেদের লোক দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সমবায় সমিতির বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। তিনি আরও বলেন, সচিবালয়ের কর্মচারীরা অবৈধ দখলদারদের সঙ্গে কখনও থাকবে না। তবে ন্যায্য দাবি আদায়ের জন্য সব সময় মাঠে থাকবে।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব নজরুল ইসলাম সমকালকে বলেন, অধ্যাদেশের ওপর আপত্তিগুলো যাচাই-বাছাই করতে হবে। এ লক্ষ্যে ঐক্য ফোরামের নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের কমিটির গতকাল বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকটি হয়নি। কেন হয়নি তা উচ্চ পর্যায়ের কমিটির পক্ষ থেকে আমাদের জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম সেলিম আহত হওয়ায় উচ্চ পর্যায় কমিটির দায়িত্বে থাকা উপদেষ্টারা অধ্যাদেশ নিয়ে বৈঠক বাতিল করেছেন।

গতকাল সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম এ বিষয়ে বিবৃতিতে বলেছে, সচিবালয়ের অভ্যন্তরে ক্যান্টিন ব্যবস্থাপনা (নতুন ও পুরোনো) কমিটির দ্বন্দ্বে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নুরুল ইসলাম আহত হয়েছেন। তিনি নবগঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান। তিনি মারাত্মকভাবে আহত ও জখম হওয়ায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের চলমান আন্দোলনের সঙ্গে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রমের সম্পর্ক নেই। সম্প্রতি জেলা সমবায় কার্যালয় ঘোষিত নতুন কমিটির সঙ্গে পুরানের দ্বন্দ্বে ঐক্য ফোরামের সম্পৃক্ততা নেই। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। সচিবালয়ের কর্মচারীদের বিভেদ ও সংকীর্ণতা ভুলে আন্দোলনে সোচ্চার থাকার জন্য অনুরোধ করা হলো।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক য ন ট ন দখল ন র ল ইসল ম কম ট র

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি প্রোগ্রাম, আবেদন শেষ ২৬ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে জুলাই ২০২৫ সেমিস্টারে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য

১. এটি ৩৬ ক্রেডিট ঘণ্টা।

২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস।

৩. এটি তিন সেমিস্টারের প্রোগ্রাম।

ভর্তির যোগ্যতা

১. সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই ইত্যাদি আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে।

২. সিজিপিএ কমপক্ষে ২.৫০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–২.৫০ নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

৩. চাকরিজীবীরা অগ্রাধিকার পাবেন।

৪. দেশি–বিদেশি সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে এ অনুষদের অফিস থেকে সমতা নিরূপণ করতে হবে।

৫. তথ্য যাচাই শেষ হলে ভর্তি পরীক্ষার ফি তিন হাজার টাকা দিয়ে অনলাইনে জমা দিতে হবে।

আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন০৯ আগস্ট ২০২৫

৩. পরীক্ষার ফল প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২ টায়।

৪. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫।

* অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: https://pmics.cse.du.ac.bd/

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.pmics.cse.du.ac.bd

আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন১০ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ