সচিবালয়ের ৪ নম্বর ক্যান্টিন দখল নিতে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এজন্য সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে কর্মচারী নেতাদের বুধবারের বৈঠক হয়নি।

জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে সচিবালয়ের ক্যান্টিন দখল নিতে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি নুরুল ইসলাম আহত হন। আরও অন্তত ছয়জন কর্মচারী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লি.

এই ক্যান্টিন পরিচালনা করে। ক্যান্টিন ব্যবস্থাপনার নতুন ও পুরাতন কমিটির সদস্যদের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান হলেন– নুরুল ইসলাম, বাদিউল কবীর ও কো-মহাসচিব নজরুল ইসলাম। এর মধ্যে নুরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর সমকালকে বলেন, গত ১৯ জুন নুরুল ইসলামের অনুসারীরা তালা ভেঙে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লি. পরিচালিত ৪ নম্বর ক্যান্টিন দখল করেন। এ ছাড়া একটি দোকান দখল করা হয়েছে। সমবায় সমিতির নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে নিজেদের লোক দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সমবায় সমিতির বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। তিনি আরও বলেন, সচিবালয়ের কর্মচারীরা অবৈধ দখলদারদের সঙ্গে কখনও থাকবে না। তবে ন্যায্য দাবি আদায়ের জন্য সব সময় মাঠে থাকবে।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব নজরুল ইসলাম সমকালকে বলেন, অধ্যাদেশের ওপর আপত্তিগুলো যাচাই-বাছাই করতে হবে। এ লক্ষ্যে ঐক্য ফোরামের নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের কমিটির গতকাল বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকটি হয়নি। কেন হয়নি তা উচ্চ পর্যায়ের কমিটির পক্ষ থেকে আমাদের জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম সেলিম আহত হওয়ায় উচ্চ পর্যায় কমিটির দায়িত্বে থাকা উপদেষ্টারা অধ্যাদেশ নিয়ে বৈঠক বাতিল করেছেন।

গতকাল সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম এ বিষয়ে বিবৃতিতে বলেছে, সচিবালয়ের অভ্যন্তরে ক্যান্টিন ব্যবস্থাপনা (নতুন ও পুরোনো) কমিটির দ্বন্দ্বে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নুরুল ইসলাম আহত হয়েছেন। তিনি নবগঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান। তিনি মারাত্মকভাবে আহত ও জখম হওয়ায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের চলমান আন্দোলনের সঙ্গে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রমের সম্পর্ক নেই। সম্প্রতি জেলা সমবায় কার্যালয় ঘোষিত নতুন কমিটির সঙ্গে পুরানের দ্বন্দ্বে ঐক্য ফোরামের সম্পৃক্ততা নেই। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। সচিবালয়ের কর্মচারীদের বিভেদ ও সংকীর্ণতা ভুলে আন্দোলনে সোচ্চার থাকার জন্য অনুরোধ করা হলো।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক য ন ট ন দখল ন র ল ইসল ম কম ট র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ