১৯৮২ সালে ‘সনম তেরি কসম’ ছবির টাইটেল গানে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে বলিউডে পা রাখেন মহেশ আনন্দ। কমল হাসান ও রিনা রায় অভিনীত সেই ছবিতে নেপথ্য নৃত্যশিল্পী হিসেবে তাঁর যাত্রা শুরু হলেও, ১৯৮৪ সালে ‘কারিশমা’ ছবির মাধ্যমে অভিষেক হয় অভিনয়ে। শুরুটা কঠিন ছিল, তবে ‘শাহেনশাহ’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের পর পরিচিতি পান মহেশ। পর্দার এই খলনায়ককে নিয়ে বাস্তবে বিস্তর বিতর্ক হয়েছে। তাঁর জীবনের শেষটা তো সবচেয়ে বিয়োগান্তক।

আরও পড়ুনমধ্যরাতে অনাকাঙ্ক্ষিত দর্শনার্থী, কী অভিজ্ঞতা হয়েছিল এই অভিনেত্রীর ০৬ জুন ২০২৫

‘শাহেনশাহ’র পর ‘গুমরাহ, ‘গঙ্গা যমুনা সরস্বতী’, ‘তুফান’সহ বহু ছবিতে খল চরিত্রে দেখা যায় মহেশ আনন্দকে। আশি ও নব্বই দশকে বলিউডের অন্যতম সফল খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন একজন মডেল ও নৃত্যশিল্পী। কারাতেতে ব্ল্যাক বেল্টও ছিল তাঁর।

আশি ও নব্বই দশকের হিন্দি সিনেমার দর্শক মহেশ আনন্দকে চিনেছে খলনায়ক হিসেবেই। ভিলেন হিসেবে মহেশ আনন্দের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে বছরে ছয় থেকে আটটি ছবিতে তাঁকে দেখা যেত।

অমিতাভ বচ্চনের সঙ্গে মহেশ আনন্দ। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ