বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রায় ১০ মাস পর পদ হতে প্রত্যাহার করে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যাস্ত করা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব আবুল হায়াত মো.

রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচক থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। 

উল্লেখ্য, গত বছর ৯ আগস্ট এয়ার ভাইস মার্শাল মঞ্জুর ভূঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। তবে হঠাৎ এই প্রত্যাহারের কারণ স্পষ্ট করা হয়নি।  

বেবিচকের কর্মকর্তারা জানান, আজ তিনি কক্সবাজারে তথ্য অধিকারবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। এ অবস্থায় মন্ত্রণালয়ের পাঠানো প্রত্যাহার খবরটি ছড়িয়ে পড়ে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ব চক

এছাড়াও পড়ুন:

মাগুরায় খাস জমিতে হচ্ছে লিচুবাগান 

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের দেবীনগর এলাকায় উদ্ধার করা ১১.৫৮ একর খাস জমিতে লিচুবাগান গড়ার কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন। 

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান রবিবার (১০ আগস্ট) বিকেলে লিচুর চারা রোপণ করে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

শিল্প সচিব বলেছেন, এ উদ্যোগের মাধ্যমে অনাবাদী খাস জমির যথাযথ ব্যবহারের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

জেলা প্রশাসনের উদ্যোগে খাস জমি উদ্ধার করে লিচুবাগান করার কার্যক্রম পরিবেশ সংরক্ষণ এবং ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা/শাহীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ