মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার, কে হচ্ছেন বেবিচকের চেয়ারম্যান
Published: 26th, June 2025 GMT
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রায় ১০ মাস পর পদ হতে প্রত্যাহার করে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যাস্ত করা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব আবুল হায়াত মো.
উল্লেখ্য, গত বছর ৯ আগস্ট এয়ার ভাইস মার্শাল মঞ্জুর ভূঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। তবে হঠাৎ এই প্রত্যাহারের কারণ স্পষ্ট করা হয়নি।
বেবিচকের কর্মকর্তারা জানান, আজ তিনি কক্সবাজারে তথ্য অধিকারবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। এ অবস্থায় মন্ত্রণালয়ের পাঠানো প্রত্যাহার খবরটি ছড়িয়ে পড়ে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ব চক
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল