এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর উত্তরপত্র জমা চাওয়ায় পরীক্ষাকক্ষে কর্তব্যরত শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ফিরোজ আহমেদকে পরীক্ষা থেকে বহিষ্কার করেছেন কেন্দ্রসচিব। অন্যদিকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্র সূত্র জানায়, নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রের ২০৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী ছিলেন মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ। বাংলা প্রথমপত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার নির্ধারিত ৩০ মিনিট সময় শেষে অন্য পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিলেও ফিরোজ আহম্মেদ অতিরিক্ত সময় দাবি করেন। এ সময় কক্ষ পরিদর্শক একই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ফেরদৌস আলী অতিরিক্ত সময় দিতে অস্বীকৃতি জানিয়ে উত্তরপত্র নিয়ে নেওয়ার চেষ্টা করেন। ফিরোজ আহমেদ নিজেকে ছাত্রদলের সভাপতি পরিচয় দিয়ে কক্ষ পরিদর্শককে হুমকি দেন। পরে উত্তরপত্র জমা না দিয়েই পরীক্ষা কক্ষ ত্যাগ করার চেষ্টা করলে কক্ষ পরিদর্শক ও কেন্দ্রসচিব তাঁকে বাধা দেন। এ সময় ছাত্রদলের ওই নেতা কক্ষ পরিদর্শক ফেরদৌস আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

পরীক্ষাকেন্দ্রের সচিব আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদল নেতা পরিচয় দিয়ে ফিরোজ আহমেদ নির্দিষ্ট সময়ের চার মিনিট পরও খাতা দিচ্ছিল না। একপর্যায়ে আরও সময় দাবি করে। এ নিয়ে কক্ষ পরিদর্শক ফেরদৌস আলীর সঙ্গে সে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। হট্টগোল শুরু হলে আমি দ্রুত সেখানে যাই। পুলিশও সেখানে আসে। পুলিশের সামনেই ওই শিক্ষককে কেন্দ্রের বাইরে গিয়ে হামলা করে হত্যার হুমকি দেয় ওই শিক্ষার্থী।’

আমজাদ হোসেন বলেন, পরীক্ষাকেন্দ্রের শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে ওই ছাত্রকে বহিস্কার করা হয়।

এ ব্যাপারে চেষ্টা করেও ফিরোজ আহমেদ শাকিলের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ (সন্ধান) প্রথম আলোকে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলা শাখার অধীন মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদকে সাংগঠনিক সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা.

লায়লা আঞ্জুমান বানু বলেন, এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী শিক্ষক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ র জ আহম দ নন দ গ র ম পর ক ষ ক ক র কর

এছাড়াও পড়ুন:

ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ কেন্দ্রে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থী থাকলে নিচের শর্তে ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

দরকারি শর্ত জেনে নিন

১. অংশগ্রহণকারী পরীক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তরের ‘প্রতিবন্ধী সনদ’ থাকতে হবে।

২. পরীক্ষা শুরুর আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) যাচাই করে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৩. অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাবেন।

আরও পড়ুনহাজী দানেশের ভর্তি বিজ্ঞপ্তি, ১৭৯৫ আসনের আবেদন শুরু ১৬ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

৪. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সিলগালা করে ‘মো. নজরুল ইসলাম তালুকদার, উপপরীক্ষা নিয়ন্ত্রক, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর–১৭০৪’ এই ঠিকানায় পাঠাতে হবে।

৫. প্যাকেটের ওপর ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লাল কালিতে লিখতে হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট : www.na.ac.bd

আরও পড়ুনসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তির তথ্য, আবেদন শুরু ২১ নভেম্বর১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • অনার্স চতুর্থ বর্ষের পুনর্মূল্যায়ন আবেদন শুরু মঙ্গলবার, প্রতিটি পত্রের ফি ১২০০
  • এইচএসসিতে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩২ জন
  • কুমিল্লা বোর্ডে এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২৩ জন
  • ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট