বাংলাদেশ সিরিজের ওয়ানডে দল দিল শ্রীলঙ্কা
Published: 27th, June 2025 GMT
টেস্ট সিরিজের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ওই সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে বিসিবি। এবার ১৬ সদস্যের দল দিল শ্রীলঙ্কা।
ওই দলে ফিরেছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার সাদেরা সামারাবিক্রমা ও পেসার দিলশান মাদুশাঙ্কা। পেসার মিলান রত্নায়েকে দলে থাকলেও তাকে ফিটনেস পরীক্ষায় উর্ত্তীন্ন হতে হবে বলে উল্লেখ করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।
শ্রীলঙ্কা এর আগে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে। ঘরের মাঠের ওই সিরিজের দলে ছিলেন পেসার লাহিরু কুমারা ও মোহামেদ সিরাজ। এছাড়া তরুণ ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো বাদ পড়েছেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা কলম্বোয় আগামী ২ ও ৫ জুলাই সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ৮ জুলাই ক্যান্ডিতে মাঠে গড়াবে। এরপর দুই দল তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে।
শ্রীলঙ্কার ওয়ানডে দল: চারিথা আশালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুষ্কা, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফরে ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, ইশান মালিঙ্গা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ