বাংলাদেশ সিরিজের ওয়ানডে দল দিল শ্রীলঙ্কা
Published: 27th, June 2025 GMT
টেস্ট সিরিজের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ওই সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে বিসিবি। এবার ১৬ সদস্যের দল দিল শ্রীলঙ্কা।
ওই দলে ফিরেছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার সাদেরা সামারাবিক্রমা ও পেসার দিলশান মাদুশাঙ্কা। পেসার মিলান রত্নায়েকে দলে থাকলেও তাকে ফিটনেস পরীক্ষায় উর্ত্তীন্ন হতে হবে বলে উল্লেখ করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।
শ্রীলঙ্কা এর আগে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে। ঘরের মাঠের ওই সিরিজের দলে ছিলেন পেসার লাহিরু কুমারা ও মোহামেদ সিরাজ। এছাড়া তরুণ ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো বাদ পড়েছেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা কলম্বোয় আগামী ২ ও ৫ জুলাই সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ৮ জুলাই ক্যান্ডিতে মাঠে গড়াবে। এরপর দুই দল তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে।
শ্রীলঙ্কার ওয়ানডে দল: চারিথা আশালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুষ্কা, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফরে ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, ইশান মালিঙ্গা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল