টেস্ট সিরিজের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ওই সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে বিসিবি। এবার ১৬ সদস্যের দল দিল শ্রীলঙ্কা। 

ওই দলে ফিরেছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার সাদেরা সামারাবিক্রমা ও পেসার দিলশান মাদুশাঙ্কা। পেসার মিলান রত্নায়েকে দলে থাকলেও তাকে ফিটনেস পরীক্ষায় উর্ত্তীন্ন হতে হবে বলে উল্লেখ করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। 

শ্রীলঙ্কা এর আগে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে। ঘরের মাঠের ওই সিরিজের দলে ছিলেন পেসার লাহিরু কুমারা ও মোহামেদ সিরাজ। এছাড়া তরুণ ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো বাদ পড়েছেন।   

বাংলাদেশ ও শ্রীলঙ্কা কলম্বোয় আগামী ২ ও ৫ জুলাই সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ৮ জুলাই ক্যান্ডিতে মাঠে গড়াবে। এরপর দুই দল তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে। 

শ্রীলঙ্কার ওয়ানডে দল: চারিথা আশালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুষ্কা, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফরে ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, ইশান মালিঙ্গা। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঐকমত্য কমিশনের মেয়াদ আরো ১ মাস বাড়ল

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে।
১৫ অগাস্ট ঐকমত্য কমিশনের প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারিত ছিল। তার আগেই আরো এক মাস সময় বাড়ানো হলো।

কমিশনে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের আইয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান।

কমিশন গত শুক্রবার জানিয়েছে, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নিশ্চিতে রাজনৈতিক দলের সঙ্গে আগামী সপ্তাহে তৃতীয় দফায় বসবে ঐকমত্য কমিশন।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ