২০১৩ সালের আগপর্যন্ত স্কুলটির নাম ছিল ‘পাঁচবাড়ীয়া হাছিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’। ওই বছর জাতীকরণের সময় সরকার ‘হাছিনা’ বানানটি বদলে দেয়। স্কুলের নাম দাঁড়ায় ‘পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়’। গত ৫ আগস্টের পর আবারও পাল্টে স্কুলটির নাম হয়েছে ‘পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮০৮টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া আরও ১৬৯টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকার ৬০৩ নম্বরে রয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল সাবেক এক শিক্ষা কর্মকর্তার মা–বাবার নামে। শেখ পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল থাকায় রাজনৈতিক কারণে বারবার বিদ্যালয়টি নাম পরিবর্তন করা হচ্ছে।

আরও পড়ুনশেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮০৮ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন২৬ জুন ২০২৫

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাংশা উপজেলায় একসময় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিলেন পাংশার পাটগ্রামের (বর্তমান কালুখালী উপজেলা) বাসিন্দা মুনিবর রহমান। তাঁর মা হাছিনা বেগম এবং বাবা ওয়াজেদ আলীর নামে ১৯৮৮ সালে কসবামাজাইল ইউনিয়নে ‘পাঁচবাড়ীয়া হাছিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠা হয়। স্থানীয় ৪টি পরিবার ৩৩ শতক জমি দান করে। জমিদাতা হিসেবে ওই পরিবারগুলো থেকে চারজন শিক্ষক হিসেবে যোগদান করেন। তাঁদের মধ্যে তিনজন অবসরে গেলেও এখনো কর্মরত আছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন। আট মাস পর তিনিও অবসরে যাবেন।

আলফাজ উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০১৩ সালে সারা দেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। দুঃখের বিষয় গেজেট বই হাতে পাওয়ার পর দেখতে পাই, আমাদের পাঁচবাড়ীয়া হাছিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবর্তন হয়ে পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখা।’

৫ আগস্টের পর নাম নিয়ে আবারও জটিলতা তৈরি হয় উল্লেখ করে আলফাজ উদ্দিন বলেন, অনেকের ধারণা, শেখ পরিবারের নামের সঙ্গে মিল রেখে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। সরকারের নির্দেশে হাসিনা ওয়াজেদ বাদ দিয়ে নতুন রেজল্যুশনে ‘পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করে সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শৈলন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘এলাকাবাসী তৎকালীন শিক্ষা কর্মকর্তা মুনিবর রহমানের কাছে বিদ্যালয় স্থাপনের ব্যাপারে গেলে তাঁর মা হাছিনা এবং বাবা ওয়াজেদের নামে নামকরণের আগ্রহ প্রকাশ করেন। আমরা একমত হয়ে তখন কাজ শুরু করি। আওয়ামী লীগ সরকারের সময় বানান পরিবর্তন করে গেজেট প্রকাশ করায় বিড়ম্বনায় পড়ি। ৫ আগস্টের পর নাম নিয়ে আবার জটিলতা দেখা দিলে শুধু পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়। এভাবে নাম পরিবর্তনে এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের বিড়ম্বনায় পড়তে হয়। পূর্বের হাছিনা ওয়াজেদ নামটি ফিরে এলে আমাদের আপত্তি নেই।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, তৎকালীন শিক্ষা কর্মকর্তার বাবা-মায়ের নামে বিদ্যালয়ের নামকরণ থাকায় এলাকাবাসী সন্তুষ্ট ছিলেন। শেখ পরিবারের নামের সঙ্গে অনেকটা মিলে যাওয়ায় আওয়ামী লীগ সরকারের সময় তাঁদের নামের বানানের সঙ্গে মিল রেখে গেজেট প্রকাশ করায় সবার মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এ বিষয়ে পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো.

জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, নামের বানানের বিষয়ে তৎকালীন শিক্ষা কর্মকর্তা মুনিবর রহমান গত সপ্তাহে শিক্ষা উপদেষ্টা এবং সচিব বরাবর একটি আবেদন করেছেন। আবেদনের একটি অনুলিপি তিনি পেয়েছেন। সেখানে মুনিবর রহমান উল্লেখ করেছেন, হাছিনা ওয়াজেদ তাঁর মা ও বাবার নাম। সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা বা তাঁর স্বামী ওয়াজেদের নাম নয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল গ সরক র কর মকর ত পর ব র র সরক র র র রহম ন ব সরক র আওয় ম উপজ ল

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ