এই হাছিনা শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলটির নাম
Published: 27th, June 2025 GMT
২০১৩ সালের আগপর্যন্ত স্কুলটির নাম ছিল ‘পাঁচবাড়ীয়া হাছিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’। ওই বছর জাতীকরণের সময় সরকার ‘হাছিনা’ বানানটি বদলে দেয়। স্কুলের নাম দাঁড়ায় ‘পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়’। গত ৫ আগস্টের পর আবারও পাল্টে স্কুলটির নাম হয়েছে ‘পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮০৮টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া আরও ১৬৯টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকার ৬০৩ নম্বরে রয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল সাবেক এক শিক্ষা কর্মকর্তার মা–বাবার নামে। শেখ পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল থাকায় রাজনৈতিক কারণে বারবার বিদ্যালয়টি নাম পরিবর্তন করা হচ্ছে।
আরও পড়ুনশেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮০৮ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন২৬ জুন ২০২৫স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাংশা উপজেলায় একসময় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিলেন পাংশার পাটগ্রামের (বর্তমান কালুখালী উপজেলা) বাসিন্দা মুনিবর রহমান। তাঁর মা হাছিনা বেগম এবং বাবা ওয়াজেদ আলীর নামে ১৯৮৮ সালে কসবামাজাইল ইউনিয়নে ‘পাঁচবাড়ীয়া হাছিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠা হয়। স্থানীয় ৪টি পরিবার ৩৩ শতক জমি দান করে। জমিদাতা হিসেবে ওই পরিবারগুলো থেকে চারজন শিক্ষক হিসেবে যোগদান করেন। তাঁদের মধ্যে তিনজন অবসরে গেলেও এখনো কর্মরত আছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন। আট মাস পর তিনিও অবসরে যাবেন।
আলফাজ উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০১৩ সালে সারা দেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। দুঃখের বিষয় গেজেট বই হাতে পাওয়ার পর দেখতে পাই, আমাদের পাঁচবাড়ীয়া হাছিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবর্তন হয়ে পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখা।’
৫ আগস্টের পর নাম নিয়ে আবারও জটিলতা তৈরি হয় উল্লেখ করে আলফাজ উদ্দিন বলেন, অনেকের ধারণা, শেখ পরিবারের নামের সঙ্গে মিল রেখে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। সরকারের নির্দেশে হাসিনা ওয়াজেদ বাদ দিয়ে নতুন রেজল্যুশনে ‘পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করে সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শৈলন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘এলাকাবাসী তৎকালীন শিক্ষা কর্মকর্তা মুনিবর রহমানের কাছে বিদ্যালয় স্থাপনের ব্যাপারে গেলে তাঁর মা হাছিনা এবং বাবা ওয়াজেদের নামে নামকরণের আগ্রহ প্রকাশ করেন। আমরা একমত হয়ে তখন কাজ শুরু করি। আওয়ামী লীগ সরকারের সময় বানান পরিবর্তন করে গেজেট প্রকাশ করায় বিড়ম্বনায় পড়ি। ৫ আগস্টের পর নাম নিয়ে আবার জটিলতা দেখা দিলে শুধু পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়। এভাবে নাম পরিবর্তনে এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের বিড়ম্বনায় পড়তে হয়। পূর্বের হাছিনা ওয়াজেদ নামটি ফিরে এলে আমাদের আপত্তি নেই।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, তৎকালীন শিক্ষা কর্মকর্তার বাবা-মায়ের নামে বিদ্যালয়ের নামকরণ থাকায় এলাকাবাসী সন্তুষ্ট ছিলেন। শেখ পরিবারের নামের সঙ্গে অনেকটা মিলে যাওয়ায় আওয়ামী লীগ সরকারের সময় তাঁদের নামের বানানের সঙ্গে মিল রেখে গেজেট প্রকাশ করায় সবার মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এ বিষয়ে পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল গ সরক র কর মকর ত পর ব র র সরক র র র রহম ন ব সরক র আওয় ম উপজ ল
এছাড়াও পড়ুন:
‘মফিজার রহমান কলেজের’ নাম পরিবর্তনের দাবি এলাকাবাসীর
ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়ের পর পঞ্চগড় সদর উপজেলার সাবেক গাড়াতী ছিটমহল এলাকায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। এর মধ্যে একটি ‘মফিজার রহমান কলেজ’। কলেজটির নামকরণ নিয়ে শুরু থেকে স্থানীয়দের মধ্যে অসন্তোষ থাকলেও এবার নাম পরিবর্তনের দাবি জোরালো হয়েছে।
সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিলুপ্ত ছিটমহলঘেঁষা গ্রাম ইয়ারপাড়ার বাসিন্দা মফিজার রহমান। তিনি স্থানীয়ভাবে উল্লেখযোগ্য ব্যক্তিও নন। ২০১৫ সালে ছিটমহল বিনিময়ের পর তার নামে কলেজের নামকরণ করা হয়। স্থানীয়রা এবার কলেজটির নাম পরিবর্তনের দাবি তুলেছেন।
সম্প্রতি নাম পরিবর্তনের দাবিতে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন।
আরো পড়ুন:
পশুপালন অনুষদে নবীনদের বরণ করে নিলেন আন্দোলনকারীরা
জবিতে র্যাগিং করায় ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
স্থানীয়রা জানান, মফিজার রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ উপজেলা কৃষকলীগের শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। তার বড় ভাই প্রয়াত মখলেছার রহমান ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের নামে কলেজটির নামকরণ করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মফিজার রহমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের নামে কলেজের নামকরণ করেছেন। তিনি কলেজের শিক্ষক-কর্মচারী নিয়োগে পাঁচ কোটি টাকা দুর্নীতি করেছেন।
হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন বলেন, ‘‘মফিজার রহমান এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি নন যে তার নামে কলেজ হতে হবে। তিনি প্রতারক, দুর্নীতিবাজ এবং রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের দোসর। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থাকা উচিত নয়।’’
তিনি আরো বলেন, ‘‘এলাকাবাসী কলেজের নাম পরিবর্তনের দাবি তুলেছেন। তাদের দাবি, নাম পরিবর্তন করে ‘গাড়াতী ডিগ্রি কলেজ’ রাখা হোক।’’
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘‘কলেজের নাম পরিবর্তনের ব্যাপারে নীতিমালা দেখতে হবে।’’
ঢাকা/নাঈম/বকুল