সোনারগাঁয়ে এনসিপি নেতা তুহিন মাহমুদের জনসংযোগ
Published: 27th, June 2025 GMT
সোনারগাঁয়ে জনসংযোগ করছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপি জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ। এসময় তুহিন মাহমুদ দলের কর্মসূচি, সংস্কার, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শুক্রবার (২৭ জুন) জুম্মার নামাজের পর উপজেলার পশ্চিম সনমান্দী মাদ্রাসায় মসজিদে নামাজ শেষে মুসল্লিদের সাথে জনসংযোগ করেন তুহিন মাহমুদ।
এই সময় জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক (এনসিপি) এর সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এর সোনারগাঁঁয়ের প্রধান সমন্বয়কারী শাকিল সাইফুল্লাহ সহ অন্যানা নেতারা উপস্থিত ছিলেন।
জনসংযোগ শেষে জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ গণমাধ্যমকে বলেন,জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিল, আজও মানুষের সেই আশা পূরণ হয়নি।
হাসপাতালে আহতরা আর্তনাদ করছে, শহীদ পরিবারের পুনর্বাসন করা হয়নি। এর মধ্যে সরকারের সংস্কার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা হচ্ছে। সচিবালয়ে ফ্যাসিস্টের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
আরও বলেন, জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। মৌলিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ জনস য গ এনস প
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ