শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা, চমক হিসেবে নতুন মুখ
Published: 27th, June 2025 GMT
টেস্ট সিরিজ এখনো শেষ হয়নি। তার আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৬ সদস্যের এই দলটিতে যেমন অভিজ্ঞতার ছোঁয়া রয়েছে, তেমনি আছে তরুণদের সুযোগ দেওয়ার সাহসী সিদ্ধান্তও। ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ আনুষ্ঠানিকভাবে দল প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
টেস্ট পর্ব শেষে দুই দল মুখোমুখি হবে ৫০ ওভারের ফরম্যাটে। সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৫ জুলাই, কলম্বোর মাঠে। আর তৃতীয় তথা শেষ ম্যাচটি হবে ৮ জুলাই, পাল্লেকেলেতে। প্রস্তুতির অংশ হিসেবেই আগে-ভাগে দল গুছিয়ে নিয়েছে লঙ্কানরা।
দলের নেতৃত্বে থাকছেন চারিথ আসালাঙ্কা। তার নেতৃত্বেই ব্যাটিং লাইনআপে আছেন পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার মতো অভিজ্ঞ মুখ। পাশাপাশি আছেন তরুণ ও প্রতিভাবান নিশান মাদুশঙ্কা, জানিথ লিয়ানাগে এবং কামিন্দু মেন্ডিস।
আরো পড়ুন:
চতুর্থ দিনেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ
চার বছর পর ইংল্যান্ড টেস্ট দলে আর্চার
বোলিং বিভাগে রয়েছে বৈচিত্র্যের ছড়াছড়ি। স্পিনে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, থিকসানা ও ভ্যান্ডারসে। পেস বিভাগে থাকছেন আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও মিলন রত্ননায়েকে—যাকে স্কোয়াডে রাখা হয়েছে ফিটনেস পরীক্ষার শর্তে। নতুন মুখ হিসেবে আছেন ইশান মালিঙ্কাও।
অন্যদিকে, বাংলাদেশ দল আগে থেকেই ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে। নেতৃত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। দলে রয়েছেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তরুণদের মধ্যে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, জাকের আলি অনিক ও নাহিদ রানা।
এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণদের পরীক্ষা নেওয়ার দিক থেকে। যেখানে শ্রীলঙ্কা চাইবে শক্তি ধরে রাখার পাশাপাশি সম্ভাবনাময় নতুনদের ঝালিয়ে নিতে। বাংলাদেশ সেখানে খুঁজবে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার উপায়। মাঠের লড়াইয়ের আগে দল ঘোষণাতেই তাই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে দুই শিবিরে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল