নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

শুক্রবার (২৭ জুন) দুপুর তিনটায় নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দিরে ফিরে যায়। 

রথযাত্রা সফল এবং সুষ্ঠভাবে পরিচালনার জন্য শহরের মিশনপাড়ায় অভ্যর্থনা মঞ্চ নির্মাণ করে পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধায়নের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব ভলান্টিয়ার এবং কর্মীবহিনী দিয়ে পূজা পরিষদের নেতৃবৃন্দ রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত তত্ত্বাবধান করেন। 

অভ্যর্থনা মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানান এবং সুশৃংখলভাবে রথযাত্রা অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিশ্চিন্তে রথযাত্রা অংশ নেন।

পুরো নারায়ণগঞ্জ শহরকে নিরাপত্তার চাদরের ঢেকে ফেলা হয়েছে। কেউ কোন অপকর্ম করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকলকে রথ যাত্রার শুভেচ্ছা জানিয়ে বলেন, খুনি আওয়ামীলীগ সরকার এ দেশে হিন্দু মুসলমান ধর্মীয় বিভক্তি সৃষ্টি করেছিলো।

এখন আর কোনো বিভক্তি নাই। এখন এ দেশ সকল ধর্মের মানুষের সবাই মিলেমিশে সকল ধর্মীয় উৎসব পালন করব। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুধা সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের কে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকার দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দিয়েছিলো।

এখন আমরা সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছি। এখন অসম্প্রদায়িক সমাজ পড়ার লক্ষ্যে আমরা সকল ধর্মবর্ণের মানুষ মিলে মিশে একসাথে কাজ করব।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সকলকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার- এই স্লোগানকে সামনে রেখে আজ দেশের সকল ধর্মবর্ণ এবং রাজনৈতিক মতবাদের লোকজন এক মঞ্চে এসে প্রমাণ করেছেন বৈষম্যহীন বাংলাদেশে কোনো ধর্মীয় বিভক্তি নেই। এভাবেই বাকি দিনগুলো আমরা সবাই মিলেমিশে একসাথে কাটাতে চাই।


নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহার সভাপতিত্বে এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় অভ্যর্থনা মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, এনসিপি জেলা সমন্বয়ক আবিদুর রহমান তনু।

আরো উপস্থিত ছিলেন লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কমিটির সভাপতি সরোজ সাহা, সাধারণ সম্পাদক তাপস কর্মকার, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশিল দাস,  জেলার সহসভাপতি তিলোত্তমা দাস, প্রদীপ সরকার, মহানগরের সহ সভাপতি সাংবাদিক উত্তম সাহা, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, মহানগর সহ সভাপতি দুলাল দাস, রতন রাউত, মহানগর যুগ্ম সম্পাদক শংকর কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক কৃষা আচার্য।ফতুল্লা থানার যুগ্ম সম্পাদক বীরেন দাস।সহ জেলা এবং মহানগরের অনান্য নেতৃবৃন্দ সহ হিন্দু সমাজের বিশিষ্ট নেতৃবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র ব এনপ র রথয ত র সরক র সদস য

এছাড়াও পড়ুন:

সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সদর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব। সোমবার বিকেলে জেলা পরিষদ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর  উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক  জিহাদ হোসেন, মোঃ- ইব্রাহিম, সাথী আক্তার, রুহুল আমিন মন্ডল, তন্ময় শিকদার, মো. ফারুক দেওয়ান , মো. রাকিবুল হাসান, মেহেদী হাসান অপূর্ব, হাসান আহমেদ প্রান্ত, মো. সানি হোসেন, মো. শেখ কাউসার, মোঃ ইব্রাহিম, মো. শামীম হোসেন, দোলা দেওয়ান, আসমা খাতুন শিরিন, মো. সিদ্দিকুর রহমান, সুমন সামিউল, বৃষ্টি , ফাহমিদা ও জুয়েল মেহেদীসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই আর কোনো সংবাদিকের উপর নির্যাতন সহ্য করা হবে না। আমরা আর তুহিনের মতো কাউকে দেখতে চাই না। 

তুহিনের পরিবারের সদস্যদের প্রতি দুঃখ প্রকাশ করে বক্তারা বলেন, তুহিনের পরিবারের দায়িত্ব এ সরকারকেই নিতে হবে। আইনের শাসন সঠিক ভাবে প্রয়োগ করার মাধ্যমে খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • অনেকেই অন্যকে নিয়ে ট্রল করতে বেশি আগ্রহী
  • সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সদর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন 
  • চারুকলায় বর্ষা উৎসব ঘিরে প্রাণের মেলা
  • ডাকাতির দায়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ১০ জনের কারাদণ্ড
  • ৫২ বছর আগের ‘রংবাজ’-এর মতো চমকে দিল ‘উৎসব’
  • যুদ্ধবিধ্বস্ত সীমান্ত শহরে ভূগর্ভস্থ কবিতা উৎসব
  • সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ওলামা দলের লিফলেট বিতরণ
  • তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র নিন্দা
  • এক ঢেউয়ে নিভে গেছে মুন্ডাদের কারাম উৎসবের প্রদীপ