নোয়াখালীর সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার
Published: 27th, June 2025 GMT
উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) প্রথম দিন গত বৃহস্পতিবার নেতাকর্মীকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করা ছাত্রদল নেতা মোহাম্মদ সানাউল্লাহকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।
এইচএসসি পরীক্ষা উপলক্ষে সেনবাগ উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এতে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এইচএসসি পরীক্ষার প্রথম দিন সকাল সাড়ে ৯টার দিকে সানাউল্লাহ দলবল নিয়ে উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। কেন্দ্রে বিভিন্ন কক্ষে ঢুকে তারা পরীক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। এভাবে বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে ঘটনাটি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে এলে সানাউল্লাহকে বহিষ্কার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক প্রভাষক বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা শুরুর আগে তারা নেতাকর্মীকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এতে পরীক্ষার্থীরা বিব্রত অবস্থায় পড়েন।
বহিষ্কার ছাত্রদল নেতা সানাউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রে প্রবেশ করেছেন। তখনও শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হয়নি। দলের জ্যেষ্ঠ নেতাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে তিনি বহিষ্কারের আদেশ মেনে নিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত রদল স ন উল ল হ পর ক ষ র ছ ত রদল
এছাড়াও পড়ুন:
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন পরীক্ষার্থী।
আজ রোববার সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি১৩ নভেম্বর ২০২৫শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়েোছিল, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। ফলাফল http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।
এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে।