স্বচ্ছতার মাধ্যমে দল পুনর্গঠনে শেরপুরের নেতাদের নির্দেশ দিলেন তারেক রহমান
Published: 27th, June 2025 GMT
স্বচ্ছতার মাধ্যমে দল পুনর্গঠনে শেরপুরের নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলকে শক্তিশালী করতে তৃণমূল থেকে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
শুক্রবার (২৭ জুন) বিকেলে সভার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ।
আরো পড়ুন:
নির্বাচন বিলম্বে কৌশল খুঁজছে কিছু দল: আসাদুজ্জামান
ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করলে বসে থাকব না: নিপুণ রায়
বিএনপি নেতারা জানান, তারেক রহমান চাদাঁবাজি, দখল, টেন্ডারবাজিসহ বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন জেলা নেতাদের প্রতি। তিনি আগামী নির্বচনে জনসমর্থন বাড়াতে দলের সব পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান তারা, অ্যাডভোকেট আব্দুল মান্নান, সফিকুল ইসলাম মাসুদ, ডা.
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বচ্ছতার সঙ্গে সবাইকে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে বলেছেন। দলের নাম করে চাঁদাবাজি, দখলদারিত্বসহ বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দিতে নিষেধ করেছেন।”
জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ বলেন, “সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করতে তৃণমূল থেকে স্বচ্ছতার সঙ্গে কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মাঠে কাজ করব। নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই।”
ঢাকা/তারিকুল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন ন ত র ক রহম ন ল ইসল ম ব এনপ র গঠন ক
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে