২১ বছর বয়সী গনসালো গার্সিয়াকে রিয়াল মাদ্রিদের স্কোয়াডের আশপাশে দেখা যাচ্ছিল অনেক দিন ধরে। ২০২৩ সালের আগস্টে ভিনিসিয়ুস জুনিয়র চোটে পড়ার পর প্রথম রিয়ালের স্কোয়াডে ডাক পান গার্সিয়া।

একই বছরের ২৬ নভেম্বর লা লিগায় কাদিজের বিপক্ষে রিয়ালের ৩–০ গোলে জেতা ম্যাচে ১২ মিনিটের জন্য মাঠে দেখা যায় তাঁকে। পরের ম্যাচে গ্রানাদার বিপক্ষে ২–০ গোলের জয়ে ম্যাচে তাঁকে মাঠে দেখা যায় ৫ মিনিটের জন্য।

২০২৪–২৫ মৌসুমেও লিগে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন গার্সিয়া। মৌসুমের শেষ ৩ ম্যাচে যথাক্রমে ১৬, ২৪ ও ১৩ মিনিটের জন্য মাঠে দেখা যায় তাঁকে। এর মধ্যে সেভিয়ার বিপক্ষে ম্যাচে একটি গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। সব মিলিয়ে লা লিগায় ৫ ম্যাচ খেললেও খুব একটা নজর কাড়তে পারেননি গার্সিয়া। অবশ্য নজর কাড়ার মতো মাঠে সময়ও পাননি তিনি। রিয়ালের মূল দলে সেভাবে সুযোগ না পেলেও রিয়াল মাদ্রিদ কাস্তিয়াতে নিয়মিত আলো ছড়াচ্ছিলেন এই তরুণ।

আরও পড়ুনভিনিসিয়ুসের আলোয় পথ দেখে শেষ ষোলোয় রিয়াল১৩ ঘণ্টা আগে

২০০৪ সালে মাদ্রিদে জন্ম নেওয়া গার্সিয়া প্রথম আলোচনায় আসেন কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে গোল করে। আর নিজের সত্যিকারের আগমনী বার্তাটা গার্সিয়া দিয়েছেন ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে।

শট নিচ্ছেন গার্সিয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ