মানবাধিকার শিক্ষার প্রসার ও এ নিয়ে সচেতনতা বাড়াতে বাংলাদেশে প্রথমবারের মতো ‘হিউম্যান রাইটস অলিম্পিয়াড-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একযোগে অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক পর্যায়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানবাধিকার শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ এই অলিম্পিয়াডের আয়োজন করে।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে বলা হয়, এই অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং এটি মানবাধিকারবিষয়ক জ্ঞানের বিকাশ ও চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা পরিদর্শন করেন গুম তদন্ত কমিশনের অন্যতম সদস্য ও মানবাধিকারকর্মী নূর খান লিটন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামসহ বিশিষ্টজনেরা।

মানবাধিকারকর্মী নূর খান লিটন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দেশে প্রথমবারের মতো এবার মানবাধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনের মধ্য দিয়ে তরুণেরা মানবাধিকার সম্পর্কে আরও সচেতন হবেন। পাশাপাশি ভবিষ্যতে তাঁরা অধিকারবঞ্চিত মানুষের জন্য কাজ করবেন।’

নূর খান লিটন আরও বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশেই মানবাধিকার পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে কিছু দেশে এই পরিস্থিতি প্রায়ই উদ্বেগজনক ও সংকটাপন্ন অবস্থায় থাকে। বাংলাদেশ সেসব দেশের মধ্যে অন্যতম। এ দেশের মানুষ হিসেবে তাই আমাদের কিছু বিশেষ দায়িত্ব রয়েছে। যেখানেই মানুষ নিপীড়িত হবে, সেখানেই তাদের জন্য কিছু করা আমাদের দায়িত্ব।’

মানবাধিকারকর্মী ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল বলেন, ‘এ অলিম্পিয়াড আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মানবাধিকার সম্পর্কে গভীর উপলব্ধি সৃষ্টি করা, অংশগ্রহণমূলক শিক্ষার মাধ্যমে সচেতনতা বাড়ানো। এই আয়োজনের মধ্য দিয়ে তরুণদের মানবাধিকার চর্চায় সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পাবে; যাতে ভবিষ্যতে মানবাধিকার রক্ষায় সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অল ম প য় ড অন ষ ঠ ত

এছাড়াও পড়ুন:

বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি

বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

সিইসি বলেন, “এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক।”

সিইসি জানান, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়া সহজ করতে খুব শিগগিরই ‘Postal Vote BD’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা "আউট অব কান্ট্রি ভোটিং" -এ রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন করতে যা লাগবে: জাতীয় পরিচয়পত্র (NID),পাসপোর্টের বিবরণ, প্রবাসে বর্তমান ঠিকানা, ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে।
অ্যাপটিতে একটি নির্দেশনামূলক ভিডিও থাকবে, যেখানে প্রতিটি ধাপে করণীয় বিস্তারিতভাবে দেখানো হবে।

ভোট প্রদান প্রক্রিয়া: রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইসি থেকে প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার ও ফেরত পাঠানোর খাম পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে সেটি নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাবেন।  নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট ইসিতে পৌঁছালেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে।

এ উদ্যোগ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই উদ্যোগ প্রবাসীদের অংশগ্রহণমূলক নির্বাচনে যুক্ত হওয়ার পথ খুলে দিচ্ছে। প্রথমবারের মতো এ ধরনের পদক্ষেপ আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক ঐতিহাসিক সূচনা। আসুন, সকলে মিলে এই উদ্যোগ সফল করি।”

ঢাকা/ এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • হলান্ডের জোড়া গোল তবু মোনাকোয় আটকে গেল সিটি, আর্সেনালের জয়
  • মাধ্যমিক পেরোনো কড়া সম্প্রদায়ের প্রথম নারী গীতা, উচ্চমাধ্যমিকে পাশে দাঁড়াল প্রশাসন
  • বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি