সাতক্ষীরায় দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
Published: 28th, June 2025 GMT
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সাতক্ষীরায় জেলা বিএনপি।
শনিবার (২৮ জুন) সকালে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এ তথ্য জানিয়েছেন।এর আগে শুক্রবার সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব পৃথক দুটি চিঠিতে এই নোটিশ জারি করা হয়।
অভিযুক্ত নেতারা হলেন দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আহমেদ এবং শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য শহিদুজ্জামান শাহীদ।
নোটিশে অভিযুক্ত দুই নেতাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে কেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
জানা যায়, দেবহাটা ও শ্যামনগর উপজেলায় তৃণমূল কমিটি গঠন ও যাচাই-বাছাই কার্যক্রমকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়।
দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আহমেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২৬ জুন দেবহাটা উপজেলা বিএনপির সার্চ কমিটির যাচাই-বাছাই কার্যক্রম চলাকালীন জেলা বিএনপি সহ-টিম প্রধানের উপস্থিতিতে মিথ্যা অভিযোগ উত্থাপন করেন এবং দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেন।
এদিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন সার্চ কমিটির সদস্য শহিদুজ্জামান শাহীদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২৭ জুন রমজাননগর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ফরম যাচাই-বাছাইয়ের সময় চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করেন।
এই দুটি ঘটনায় জেলা বিএনপি কঠোর অবস্থান নিয়েছে।
ঢাকা/শাহীন/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র সদস য উপজ ল র
এছাড়াও পড়ুন:
মানিকগঞ্জে স্কুলবাসে দেওয়া আগুনে দগ্ধ সেই চালকের মৃত্যু
মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুলে বাসে সন্ত্রাসীদের দেওয়া আগুনে দগ্ধ বাসচালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে সুমন।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়াতে স্কুলবাসে আগুন দেয় সন্ত্রাসীরা। এসময় বাসের ভেতর ঘুমন্ত পারভেজ গুরুতর দগ্ধ হন। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বাড়াইভিকরা গ্রামে।
আরো পড়ুন:
ঢাকায় সমাবেশে আহত সেই শিক্ষিকা মারা গেছেন
লিবিয়ায় নৌকাডুবি: ৪ বাংলাদেশির মৃত্যু
আরো পড়ুন: মানিকগঞ্জে স্কুলবাসে আগুন
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “গত বৃহস্পতিবার স্কুলবাসটিতে আগুন দেওয়া হয়। এতে দগ্ধ হন বাসটির ভেতর ঘুমিয়ে থাকা চালক পারভেজ। পুলিশ উদ্ধার করে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
ঢাকা/চন্দন/মাসুদ