বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারতের সংসদ সদস্যরা
Published: 28th, June 2025 GMT
ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি ও সংসদ সদস্যদের সঙ্গে দেশটির শীর্ষস্থানীয় চারজন বিশেষজ্ঞের বিশেষ মতবিনিময় সভা হয়েছে। এতে দলমত–নির্বিশেষে সংসদ সদস্যরা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘ভবিষ্যতে এগিয়ে নেওয়ার’ আগ্রহের কথা জানিয়েছেন।
গতকাল শুক্রবার কংগ্রেসদলীয় সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে সংসদীয় কমিটি ও চারজন বিশেষজ্ঞের মধ্যে মতবিনিময় সভা হয়। এর আগে দ্য হিন্দুর করা এক প্রতিবেদনে বলা হয়েছিল, ঢাকার সাম্প্রতিক পরিস্থিতি এবং ভারত কীভাবে সেখানে হারানো প্রভাব পুনরুদ্ধার করতে পারে—সেসব বিষয় সভায় আলোচনা হতে পারে।
মতবিনিময় সভার বিষয়ে অবগত এমন একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে দ্য হিন্দুকে জানায়, সব সংসদ সদস্যই ভারত ও বাংলাদেশের মধ্যকার বিষয়গুলো নিয়ে সহানুভূতি ও সচেতনতা দেখিয়েছেন। সভায় দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে সামনে এগিয়ে নেওয়ার আগ্রহের কথা উঠে এসেছে।
সভায় উপস্থিত চার বিশেষজ্ঞ হলেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, লেফটেন্যান্ট জেনারেল (অব.
মতবিনিময় সভা চলে প্রায় আড়াই ঘণ্টা। সভায় সংসদ সদস্যরা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব ধরনের প্রস্তাব শুনতে আগ্রহী ছিলেন। গত বছরের আগস্টে গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের বেশ অবনতি হয়েছে।
সভায় আলোচনার বিষয়ে ইঙ্গিত করে একটি সূত্র জানিয়েছে, এটি একটি সাধারণ উপলব্ধি ছিল যে অভিন্ন সংস্কৃতি ও ভাষার মাধ্যমে বাংলাদেশ ও ভারত একে অপরের সঙ্গে যুক্ত। এ দেশকে পাকিস্তানের মতো শত্রুপ্রতিম প্রতিবেশী হিসেবে দেখা উচিত নয়।
সভায় সংসদ সদস্যরা মতামত প্রকাশ করতে গিয়ে জানিয়েছেন, ভারতের উচিত, পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করে স্বল্পপরিসরে সাংস্কৃতিক কূটনীতি চালু করা, যাতে করে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনাপূর্ণ বক্তব্যকে প্রশমিত করা যায়। বাংলাদেশ সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ২৩ জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সংসদীয় কমিটির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানায়, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এক অভিন্ন ভাষা ও সংস্কৃতির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। এই সম্পর্ক রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ঐতিহ্যের সূত্রে গড়ে উঠেছে। নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সরাসরি জনসম্পৃক্ত কূটনীতির (প্যারা-ডিপ্লোম্যাসি) জন্য এই গুরুত্বপূর্ণ সংযোগকে ব্যবহার করা উচিত। এ জন্য জনসাধারণের অংশগ্রহণে মতবিনিময়সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।
সংসদ সদস্যরা আরও কিছু বিষয় উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশে চীনের প্রভাব, বাংলাদেশ থেকে ভারতে কথিত অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশ, পাকিস্তান ও চীনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মধ্যে ১৯ জুন কুনমিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে