ইংল্যান্ডে কোহলির ‘১৮’ পরে প্রথম ম্যাচেই সূর্যবংশীর বেধড়ক পিটুনি
Published: 28th, June 2025 GMT
কী শুরু করলেন বৈভব সূর্যবংশী! টি-টোয়েন্টির মেজাজ থেকে যেন বেরই হতে পারছেন না এই ওপেনার।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করেছেন। মাত্র ৭ ম্যাচ খেলেই ক্রিকেট–দুনিয়ায় আলোড়ন তুলেছেন। ২০০–এর বেশি স্ট্রাইক রেট নিয়ে রান করেছেন ২৫২।
আইপিএল শেষে ওয়ানডে ক্রিকেটেও এই ওপেনার যেন টি-টোয়েন্টি মেজাজেই আছেন। হোভে কাল যুব ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ১৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ইংল্যান্ডের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে ভারত ৬ উইকেটে পেরিয়ে যায় ২৬ ওভার হাতে রেখে।
ইংল্যান্ডের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচে কালই প্রথম খেললেন সূর্যবংশী। ৩ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা ভারত যুব দলের অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে ৪৫ বলে ৭১ রানের জুটি গড়েন।
ভারত জিতেছে ৬ উইকেটে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবারও বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের, এবার লাফালেন তিনতলা বাড়ির উচ্চতা
আরমান্দ ‘মোন্দো’ ডুপ্লান্টিসের হাতে পোল মানেই যেন বিশ্ব রেকর্ড!
হাঙ্গেরির বুদাপেস্ট মিটে গতকাল যেমন করলেন। পোল ভল্টে গড়া নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন নিজেই। পোল নিয়ে ৬.২৯ মিটার উঁচুতে লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডিশ কিংবদন্তি। মাত্র এক সেন্টিমিটার ব্যবধানে ভেঙেছেন গত জুনে স্টকহোমে গড়া নিজের বিশ্ব রেকর্ড (৬.২৮ মিটার)। বুদাপেস্ট মিটে দ্বিতীয় প্রচেষ্টায় এই উচ্চতার বেশি লাফিয়ে ১৩তম বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস।
আরও পড়ুন৩২ কেজি ওজনের মাছ শিকার করে ৪ কোটি ৮৬ লাখ টাকা জিতলেন বাস্কেটবল কিংবদন্তি১১ আগস্ট ২০২৫চলতি বছর পোল ভল্টে এ নিয়ে তৃতীয় রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট–ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতা টপকে যান ২৫ বছর বয়সী এ অ্যাথলেট। বুদাপেস্টে দ্বিতীয় প্রচেষ্টায় বিশ্ব রেকর্ড গড়া লাফটি দেওয়ার সময় ডুপ্লান্টিসের একটি পা ও পেট বারের সঙ্গে লেগে গিয়েছিল। তবে লাফানোটি আইনসিদ্ধ ছিল।
১৯৮৫ সালের ১৩ জুলাই ইতিহাসের প্রথম পোল ভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতা লাফিয়ে পার হয়েছিলেন ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা। এরপর মোট ২৬ বার ভেঙেছে বিশ্ব রেকর্ড—বুবকা ভাঙেন ১২ বার, ডুপ্লান্টিস ভেঙেছেন ১৩ বার এবং একবার ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি। ডুপ্লান্টিস ২০২০ সালে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্ব রেকর্ড ভাঙেন।
বিশ্ব রেকর্ড গড়ার পর ডুপ্লান্টিসের উদ্যাপন