‘আরেকটু চিন্তা করতে পারত, দলটা তো আগে…’, নাজমুলকে নিয়ে বিসিবি সভাপতি
Published: 28th, June 2025 GMT
কিছুদিন আগেও তিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। তবে নিজ থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন, বিসিবি তাঁর জায়গায় দায়িত্ব দেয় লিটন দাসকে।এরপর বিসিবি ওয়ানডে থেকেও নাজমুলকে সরিয়ে অধিনায়কত্ব দেয় মেহেদী হাসান মিরাজকে। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, নাজমুল টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিতে চাইছেন। সেই গুঞ্জনই সত্যি হলো আজ। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের পর আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন নাজমুল।
আরও পড়ুনবিসিবি জানত না নাজমুল আজই অধিনায়কত্ব ছাড়বেন১ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনে নাজমুল দাবি করেছেন, নিজের এই সিদ্ধান্তের কথা আরও কয়েক দিন আগেই বোর্ডকে জানিয়েছেন। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দাবি করেছেন, আনুষ্ঠানিকভাবে নয়, ‘উড়ো উড়ো’ভাবে নাজমুলের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছার কথা জেনেছিল বিসিবি। এরপর নাজমুলের সঙ্গে অধিনায়কত্ব ইস্যুতে আলোচনা করতে শ্রীলঙ্কায়ও যান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।
নাজমুলের নেতৃত্ব ছাড়ার বিষয়ে জানতেন কি না—এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেছেন, ‘শুনছিলাম উড়ো উড়ো কথা। এ জন্য আমরা (নাজমূল আবেদীন) ফাহিম ভাইকে পরশু দিন কলম্বোতে পাঠিয়েছিলাম তাঁর সঙ্গে কথা বলতে। সেখানে তিনি ড্রেসিংরুমে তিন অধিনায়ককেই একসঙ্গে পাবেন, তাদের সঙ্গে বসে কথা বলার জন্য.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শ্রেণিকক্ষে বিষমিশ্রিত পানি খেয়ে ৫ শিক্ষার্থী হাসপাতালে
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে বিষমিশ্রিত পানি পান করে ৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন, আরিসা, তাসমিম, মনিরা, জান্নাতি, সাবিনা ও সুরাইয়া। তারা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আরো পড়ুন:
মিরপুরে পিকআপের ধাক্কায় নিহত ১
নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে সাবিনা বাড়ি থেকে আনা পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরো চার শিক্ষার্থী স্বাদ পরীক্ষা করতে পানি পান করে। পরে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায়, অসুস্থ শিক্ষার্থীদের ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও বিষের গন্ধ আসছে। এতে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির বলেন, ‘‘ষষ্ঠ শ্রেণির ছাত্রী মনিরা ও সাবিনা প্রথমে ক্লাসরুমে এসে বিষের গন্ধ পাওয়ার কথা জানায়। এরপর শিক্ষকরা পানির বোতল ও খাবার পরীক্ষা করে বিষমিশ্রিত থাকার সত্যতা পায়।’’ তিনি জানান, অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয় এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল-আমিন বলেন, ‘‘পাঁচ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের বরিশালে রেফার্ড করা হতে পারে।’’
অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার পর শ্রেণিকক্ষের এক কোণে বিষমিশ্রিত পানির বোতল পাওয়া যায়।
ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘‘কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির পাশাপাশি পুলিশ ঘটনা তদন্তে কাজ করছে।’’
ঢাকা/ইমরান/বকুল