নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচলে ছাত্রদল নেতার নেতৃত্বে হত্যা মামলার সাক্ষী রাশেদুল ইসলাম রাশেদকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রদল নেতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৮ জুন) দুপুরে পূর্বাচলের ভোলানাথপুর ১৩ নাম্বার সেক্টর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অপহরণের শিকার রাশেদুল ইসলাম রাশেদ ভোলানাথপুর এলাকার মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোলানাথপুর এলাকার রমজান মিয়ার ছেলে রাসেল, একই এলাকার বাকা মিয়ার ছেলে সাব্বির হোসেন, ফরিদ মিয়ার ছেলে রনি মিয়া, বাকা মিয়ার ছেলে শান্ত, আরজু মিয়ার ছেলে রনি, আব্দুল বারেকের ছেলে শিমুল ওরফে শিপলু।

রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘‘২০১৮ সালে ভোলানাথপুরে রাকিব মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় রাকিব মিয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। দায়েরকৃত মামলায় আদালতে সাক্ষী দেই আমি। এরপর থেকে আসামিরা আমাকে বিভিন্ন মাধ্যমে বাদিকে দিয়ে মামলা তুলে নিতে হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল, সাব্বির হোসেন, মো.

রনি মিয়া, শান্ত, রনি, শিমুল ওরফে শিবলু, ইকবাল ওরফে মাক্কু, মফিজুল, দিলার হোসেন, বায়েজিদসহ অজ্ঞাত ৭-৮ জন মিলে অস্ত্রসহ আমার বাসায় এসে আমাকে তুলে নিয়ে যায়। এরপর মুক্তিপণ হিসেবে ৭০ লাখ টাকা দাবি করে। তারা আমার পরিবারের কাছ থেকে নগদ ৩ লাখ টাকা মুক্তিপণ নিয়ে আমাকে ছেড়ে দেয়।’’

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘‘রাশেদুল ইসলাম রাশেদকে অপহরণের পর মুক্তিপণ আদায় করা হয়েছে এই মর্মে অভিযোগ করেন। পরে ভুক্তভোগীর বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ থেকে অপহরণকারীদের শনাক্ত করা হয়। দুপুরে অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’’

অনিক//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র শ দ ল ইসল ম র শ দ ন র য়ণগঞ জ ছ ত রদল

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

নারায়ণগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক  যুব দিবস উপলক্ষে আলোচনা সভা,  সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে | মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে র‌্যালি ও বৃক্ষরোপণ করা হয়।

নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীর।

‎এসময় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষ তার স্বপ্নের চেয়ে বড়, কিন্তু সেই স্বপ্ন দেখতে হবে এবং বাস্তবায়ন করতে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। জীবনের গুরুত্বপূর্ণ সময় হল এখন।

আপনারা যদি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে প্রতিষ্ঠিত হতে পারবেন। পৃথিবীতে যত প্রাণি আছে তারা কিভাবে জীবন চলতে হয় প্রাকৃতিক ভাবেই শিখে যায়। কিন্তু মানুষকে কৃত্রিম ভাবে শিখতে হয়।

তিনি আরও বলেন, একজন নগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের বহিঃ প্রকাশ ঘটাতে হবে। আমাদের দায়িত্বের জায়গা থেকে যদি অনুধাবন না করি, তাহলে আমারা যে সমাজ প্রত্যাশা করি সেধরনের সমাজ গঠন সম্ভব হবে না।

এসময় অনুষ্ঠানে ৫ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও  অনুষ্ঠানে ৩ জন শ্রেষ্ঠ যুব সংগঠক ও ৩ জন সফল আত্মকর্মীকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • কোকোর জন্মদিন উপলক্ষে সানির উদ্যোগে দোয়া মাহফিল
  • নারায়ণঞ্জ জেলা রোভার স্কাউট’র দিনব্যাপী কর্মশালা 
  • না’গঞ্জে নানা আয়োজনে পালিত হবে “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫”
  • নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে জামায়াতপন্থীদের প্যানেল ঘোষণা 
  • নারায়ণগঞ্জে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
  • আরাফাত রহমান কোকোর জম্মদিনে মহানগর বিএনপির দোয়া 
  • নারায়ণগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২ 
  • আশুলিয়ায় সাংবাদিককে মারধর-অপহরণের চেষ্টায় আটক ২
  • খুন, অপহরণ, চাঁদাবাজিসহ যত অভিযোগ লক্ষ্মীপুরে গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে
  • ডাকাতির দায়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ১০ জনের কারাদণ্ড