নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে মামলার সাক্ষীকে অপহরণ, গ্রেপ্তার ৬
Published: 28th, June 2025 GMT
নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচলে ছাত্রদল নেতার নেতৃত্বে হত্যা মামলার সাক্ষী রাশেদুল ইসলাম রাশেদকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রদল নেতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) দুপুরে পূর্বাচলের ভোলানাথপুর ১৩ নাম্বার সেক্টর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অপহরণের শিকার রাশেদুল ইসলাম রাশেদ ভোলানাথপুর এলাকার মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোলানাথপুর এলাকার রমজান মিয়ার ছেলে রাসেল, একই এলাকার বাকা মিয়ার ছেলে সাব্বির হোসেন, ফরিদ মিয়ার ছেলে রনি মিয়া, বাকা মিয়ার ছেলে শান্ত, আরজু মিয়ার ছেলে রনি, আব্দুল বারেকের ছেলে শিমুল ওরফে শিপলু।
রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘‘২০১৮ সালে ভোলানাথপুরে রাকিব মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় রাকিব মিয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। দায়েরকৃত মামলায় আদালতে সাক্ষী দেই আমি। এরপর থেকে আসামিরা আমাকে বিভিন্ন মাধ্যমে বাদিকে দিয়ে মামলা তুলে নিতে হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল, সাব্বির হোসেন, মো.
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘‘রাশেদুল ইসলাম রাশেদকে অপহরণের পর মুক্তিপণ আদায় করা হয়েছে এই মর্মে অভিযোগ করেন। পরে ভুক্তভোগীর বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ থেকে অপহরণকারীদের শনাক্ত করা হয়। দুপুরে অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’’
অনিক//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র শ দ ল ইসল ম র শ দ ন র য়ণগঞ জ ছ ত রদল
এছাড়াও পড়ুন:
হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। তবে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি।
পুলিশ, স্থানীয় বাসিন্দা কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। সোমবার দুপুরে সে তার বন্ধুর সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেয় বন্ধু। এ সময় অটোরিকশাচালক হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন। একপর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশাচালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের (২৫) বাড়িতে যায়। তবে তাঁকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তাঁর অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় অভিযোগ দিতে যায় মেয়েটির পরিবার। এ বিষয়ে রাতে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, ‘নিজেদের কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ দিচ্ছেন। অভিযোগ হাতে পেলেই আমরা রাতেই মামলা হিসেবে গ্রহণ করব। অভিযুক্তকেও আমরা ধরে ফেলব।’