Samakal:
2025-08-14@10:11:57 GMT

সুরে বাঁধা যার প্রাণ

Published: 28th, June 2025 GMT

সুরে বাঁধা যার প্রাণ

একটি পরিবার, এক ঐতিহ্য আর একটি প্রজন্ম– সব মিলিয়ে সংগীত যেন শুধুই চর্চার বিষয় নয়, বরং জীবনধারার মতোই প্রবহমান। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘সংগীত ভবন’ পরিবারের উত্তরসূরি হিসেবে দেশব্যাপী সংগীতের আলো জ্বালিয়ে চলেছেন একজন তরুণ কণ্ঠশিল্পী তুলিপ সেনগুপ্ত; যার জীবনের শুরু থেকেই সংগীত ছিল সবচেয়ে প্রিয় অনুষঙ্গ।
১৯৯৫ সালের ১৬ আগস্ট, রামুর এই রম্যভূমিতেই তাঁর জন্ম। সংগীতের হাতেখড়ি বাবার কাছেই–শুরুটা যেমন পারিবারিক, তেমনি প্রাণেরও। চারপাশে যখন দিন-রাত গান আর সুরের অনুশীলন, তখন গানের প্রেমে পড়াটাই ছিল অবধারিত সত্য।
তাঁর ঠাকুরদা, স্বর্গীয় প্রিয়দা রঞ্জন সেনগুপ্ত ছিলেন চট্টগ্রামের খ্যাতনামা সেতার বাদক ও প্রশিক্ষক। ঠাকুরমা বনবীথি সেনগুপ্তও ছিলেন সংগীতশিল্পী ও শিক্ষক। এই দুই শিল্পপ্রাণ মানুষ ১৯৬৬ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠা করেন সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সংগীত ভবন, যা পরবর্তী সময়ে হয়ে ওঠে চট্টগ্রামের সংগীতজগতের একটি উজ্জ্বল আলোকিত প্রতিষ্ঠান।
পরিবারের অন্য সদস্যরাও ছিলেন একেকজন স্বীকৃত শিল্পী। বড় জ্যাঠা স্বর্গীয় দীপক সেনগুপ্ত, মেজ জ্যাঠা স্বর্গীয় প্রদীপ সেনগুপ্ত, পিসিমণিরা–পুরবী সেনগুপ্ত ও কাবেরী সেনগুপ্ত। তাঁর বাবা বিভাস সেনগুপ্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও জেলার একজন গুণী সংগীতশিল্পী। তুলিপের বাবাও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী।
সরকারি চাকরির সুবাদে বিভাস সেনগুপ্ত রামু আসেন ১৯৮৫ সালে। এখানেই গড়ে তোলেন সংগীত ভবনের একটি প্রশিক্ষণ কেন্দ্র।
তুলিপ সেনগুপ্ত বলেন, কক্সবাজার জেলায় রামু ছিল শিল্প-সাহিত্য ও সংস্কৃতির উর্বর জনপদ। চাকরিসূত্রে রামু এসে এখানকার শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বেগবান যাত্রায় নিজেকে যুক্ত করে ফেলেন বাবা। এক পর্যায়ে রামুকে ভালোবোসে এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৯৫ সালের ১৬ আগস্ট, এই রামুতেই আমার জন্ম।
রামুর পশ্চিম মেরংলোয়ায় নিজ বাড়িতে গড়ে তোলেন সংগীত প্রশিক্ষণালয় ‘সংগীত ভবন, রামু’।
‘ঘরে সারাক্ষণ গানবাজনার পরিবেশে বেড়ে ওঠা আমার। সেই থেকে গানের প্রতি গভীর ভালোবাসায় জড়িয়ে যাই। ছোটবেলায় বাবার কাছেই আমার গানের প্রথম হাতেখড়ি। এখান থেকেই শুরু হয় আমার সংগীত-ভালোবাসার পথচলা’– যোগ করেন তুলিপ।
চট্টগ্রামে ‘সংগীত ভবন’-এর অধ্যক্ষ, পিসিমণি কাবেরী সেনগুপ্তের কাছ থেকে সংগীতের দীক্ষা নেওয়ার পর তুলিপের কণ্ঠসাধনার গভীরতা বাড়তে থাকে। এরপর উচ্চশিক্ষার জন্য যান কলকাতায়। সেখানে কাটানো তিন বছরে গানের জগতে আরও ব্যাপক অনুপ্রবেশ ঘটে। শ্রদ্ধেয় কৌশিক ভট্টাচার্য্য ও ব্রজেশ্বর মুখোপাধ্যায়ের সান্নিধ্যে সংগীতের মর্মার্থ আরও গভীরভাবে উপলব্ধি করেন।
কলকাতাতেই যুক্ত হন জনপ্রিয় গানের দল ‘সহজ মানুষ’-এ। তীর্থসুন্দর বিশ্বাসের তত্ত্বাবধানে সংগীত পরিবেশন করেন বিখ্যাত তারা টিভির ‘টেক এ ব্র্যাক’ এবং ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে। মিডিয়ায় তখনই ঘটে তাঁর গায়কি আত্মপ্রকাশ।
এরপর ২০১৬ সালে দেশে ফিরে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান রাঙাসকাল, বৈশাখী টিভি, এসএ টিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে গান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার, ঢাকা এবং বাংলাদেশ টেলিভিশন, ঢাকা কেন্দ্রের তালিকাভুক্ত আধুনিক গানের শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন করছেন।
তুলিপ বলেন, দেশে এসে গুণী সুরকার ও সংগীত পরিচালকদের সঙ্গেও কাজ করার সুযোগ হয়েছে। শ্রদ্ধেয় শেখ সাদী খান, সুজেয় শ্যাম, উজ্জ্বল সিনহা, জয় শাহরিয়ারসহ অনেকের সান্নিধ্য পেয়েছি। এ সময় আমার মৌলিক গানগুলো প্রকাশ পেয়েছে, যা শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে।
নাটকের জগতে গানের কাজেও রয়েছে তাঁর সরব উপস্থিতি। ‘আপেল মাহমুদ এমিল’, ‘রফিকুল ইসলাম ফরহাদ’সহ নাট্যনির্মাতাদের সঙ্গে কাজ করে গেয়েছেন বহু নাটকের থিম সং ও ব্যাকগ্রাউন্ড ভোকাল।
ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ‘রাই বিনে, ‘ছদ্মবেশী রোদ, ‘তোমার হাসিটা, ‘ইচ্ছেপোকার গান, ‘উড়ে গিয়ে কালো মেঘ, ‘শুকতারাসহ তাঁর বেশকিছু মৌলিক গান।
তাঁর গান মিজানুর রহমান আরিয়ান, রুবেল হাসান, তৌফিকুল ইসলাম, হাসিব হোসাইন রাখি সহ দেশের খ্যাতিমান নাট্যপরিচালকদের জনপ্রিয় নাটকে  সমাদৃত হয়েছে বলেও জানান এই শিল্পী।। এর মধ্যে উল্লেখযোগ্য নাটক ‘স্বার্থপর’, ‘মনের আড়ালে, ‘কমলাকান্ত, ‘এক পলকে’ইত্যাদি।
 শুধু নাটকেই নয়, গেয়েছেন বড় পর্দার জন্যও।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির পরিচালিত ‘আমরা একটা সিনেমা বানাবো’ চলচ্চিত্রে প্লেব্যাক করেন তিনি।
 সংগীতের এই দীর্ঘ যাত্রা পথে ২০১৪ সালে প্রথম কক্সবাজারে তাঁর প্রথম একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এরপর ২০১৫ সালে রামুতে এবং  সর্বশেষ গতকাল শনিবার (২৮ জুন)  রামুতে ইনস্টিটিউট অব মিউজিক এর আমন্ত্রনে একক সংগীতানুষ্ঠানে অংশ নেন। যেটি জেলাজুড়ে বেশ সাড়া ফেলেছে ।
“ সংগীত শুধু আমার সাধনা নয়, এটি আমার আত্মার ভাষা—আমার স্বপ্ন ও সাধনার সেতুবন্ধ।
আমি চাই, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উর্বর জনপদ—রম্যভূমি রামুর সুনাম যেন সংগীতের।.

উৎস: Samakal

কীওয়ার্ড: স গ ত ভবন

এছাড়াও পড়ুন:

শ্রেণিকক্ষে বিষমিশ্রিত পানি খেয়ে ৫ শিক্ষার্থী হাসপাতালে

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে বিষমিশ্রিত পানি পান করে ৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন, আরিসা, তাসমিম, মনিরা, জান্নাতি, সাবিনা ও সুরাইয়া। তারা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আরো পড়ুন:

মিরপুরে পিকআপের ধাক্কায় নিহত ১ 

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে সাবিনা বাড়ি থেকে আনা পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরো চার শিক্ষার্থী স্বাদ পরীক্ষা করতে পানি পান করে। পরে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায়, অসুস্থ শিক্ষার্থীদের ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও বিষের গন্ধ আসছে। এতে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির বলেন, ‘‘ষষ্ঠ শ্রেণির ছাত্রী মনিরা ও সাবিনা প্রথমে ক্লাসরুমে এসে বিষের গন্ধ পাওয়ার কথা জানায়। এরপর শিক্ষকরা পানির বোতল ও খাবার পরীক্ষা করে বিষমিশ্রিত থাকার সত্যতা পায়।’’ তিনি জানান, অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয় এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল-আমিন বলেন, ‘‘পাঁচ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের বরিশালে রেফার্ড করা হতে পারে।’’

অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার পর শ্রেণিকক্ষের এক কোণে বিষমিশ্রিত পানির বোতল পাওয়া যায়।

ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘‘কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির পাশাপাশি পুলিশ ঘটনা তদন্তে কাজ করছে।’’  

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে অটোরিকশা জব্দ করায় পুলিশ বক্স ভাঙচুর, আটক দুই
  • দুই শিশুসন্তানকে নিয়ে জীবনসংগ্রামে নামা সেই বাবা পেলেন রিকশা
  • কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
  • মালয়েশিয়ায় আরো বাংলাদেশি কাজ করার সুযোগ পাবেন: আশা প্রধান উপদেষ্টার
  • ১০ বছরের ছেলেকে বিমানবন্দরে রেখেই বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা, এরপর
  • ‘বিদায় দেওয়ার সময় বলেছেন, দুজন গাড়িতে ঘুমাবেন, আর ফোন ধরেননি’
  • স্মার্ট হোম ডিভাইস হ্যাক করে ভয়ংকর ক্ষতি করতে পারে গুগলের জেমিনি এআই
  • প্রেমের টানে চীনা যুবক দিনাজপুরে, মুসলিম হয়ে করলেন বিয়ে 
  • ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২২ দল, আছে ‘বাংলাদেশ বেকার সমাজ’ও
  • শ্রেণিকক্ষে বিষমিশ্রিত পানি খেয়ে ৫ শিক্ষার্থী হাসপাতালে