হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, বাবা-মেয়েসহ দগ্ধ ৪
Published: 29th, June 2025 GMT
রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকার একটি আবাসিক ভবনে গতকাল শনিবার সন্ধ্যায় পানির ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণে বাবা-মেয়েসহ চারজন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন শ্রমিক রয়েছেন।
দগ্ধ চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ওই বাড়ির মালিক মো.
দগ্ধ জিয়াউদ্দীনের ভাগনে এস এম শাহপরান আজ রোববার প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় হাজারিবাগে জিয়াউদ্দীনের বাসায় পানির ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন শ্রমিক বেলাল। এ সময় দুই মেয়েকে নিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন জিয়াউদ্দীন। অন্ধকার থাকায় জিয়াউদ্দীন আলো দেখাতে এগিয়ে যান। তখন জমে থাকা গ্যাসে হঠাৎ বিস্ফোরণ ঘটলে চারজনই দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধ চারজনের চিকিৎসা চলছে। জিয়াউদ্দীনের শরীরের ৪ শতাংশ ও বেলালের ১৭ শতাংশ পুড়েছে। আর শিশু রাফিয়ার ৬ শতাংশ, ফারিয়ার ৫ শতাংশ পুড়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদরা ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রায় ঘোষণা শেষে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বিস্তারিত আসছে...
ঢাকা/রফিক