ভারতের পুরীতে রথযাত্রায় পদদলিত হয়ে নিহত ৩
Published: 29th, June 2025 GMT
ভারতের ওডিশা রাজ্যের পুরীতে ঐতিহাসিক রথযাত্রায় পদদলিত হয়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার ভোর চারটার দিকে পুরীর সারধা বালিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বোলাগড়ের বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি ও বালিপাটনার প্রভাতী দাস।
পুরীর জেলা প্রশাসক সিদ্ধার্থ শঙ্কর স্বাইন বলেন, ‘আমরা তিনটি মৃত্যুর খবর পেয়েছি। আহত ছয়জনের অবস্থা স্থিতিশীল।’
নিহত ব্যক্তিদের আত্মীয় ও অনেক ভক্তের অভিযোগ, রাতে পুলিশের কোনো উপস্থিতি ছিল না, যা এই বিপর্যয়ের জন্য দায়ী। তবে পুরীর পুলিশ সুপার বিনীত আগরওয়াল বলেন, রথের চারপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
ওডিশার সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘পুরীর সারধা বালিতে এই মর্মান্তিক পদদলনের ঘটনায় নিহত তিন ভক্তের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
নবীন পট্টনায়েক আরও বলেন, ‘রথযাত্রার সময় ভয়াবহ ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার পরপরই আজকের পদদলনের ঘটনা প্রমাণ করে যে ভক্তদের জন্য শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।’
প্রতিবছর ওডিশার উপকূলীয় শহর পুরী প্রাণ ফিরে পায় রথযাত্রা উপলক্ষে। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, এটি ভগবান বলরাম, ভগবান জগন্নাথ এবং দেবী সুভদ্রার শতাব্দীপ্রাচীন এক রথ উৎসব। এই ভাই–বোন দেবতাদের মহিমান্বিত কাঠের রথে বসিয়ে ভক্তরা আনুষ্ঠানিকভাবে টেনে নিয়ে যান দ্বাদশ শতকের শ্রী জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত। যেটিকে ওই তিন দেবতার মাসির বাড়ি হিসেবে বিবেচনা করা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: রথয ত র
এছাড়াও পড়ুন:
অনেকেই অন্যকে নিয়ে ট্রল করতে বেশি আগ্রহী
প্রথম আলো:
শুনলাম ব্রাত্য বসুর সিনেমায় অভিনয় করবেন?
চঞ্চল চৌধুরী : ঠিকই শুনেছেন, ব্রাত্য বসুর নতুন একটি সিনেমায় অভিনয়ের চূড়ান্ত আলাপ আছে। এর বাইরে আরও কয়েকটি ছবি নিয়ে কথা চলছে। অনেক দিন দেশের বাইরে আসা হয়নি। মাঝে ‘উৎসব’ মুক্তি পেয়েছে, এটা নিয়ে ব্যস্ত ছিলাম। এবার এলাম ব্রাত্য বসুর সিনেমায় চুক্তিবদ্ধ হতে।
প্রথম আলো :
ছবিটি সম্পর্কে যদি কিছু বলতেন...
চঞ্চল চৌধুরী : আপাতত কিছুই বলা যাবে না। এটুকু বলতে পারি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে, নাম ‘শিকড়’। অক্টোবর থেকে শুটিং।
উৎসব সিনেমার পোস্টার