আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল হয়নি
Published: 29th, June 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়নি।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সরকারি কাজে ব্যস্ত থাকায় অভিযোগ দাখিল করা যায়নি।
আজ রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা ছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি বার্তা পাঠান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
বার্তায় গাজী মোনাওয়ার হুসাইন তামীম লেখেন, ‘চিফ প্রসিকিউটর স্যার সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় আজ আবু সাঈদ মামলার ফরমাল চার্জ জমা দেওয়া হচ্ছে না।’
এর আগে ২৪ জুন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরীসহ ৩০ জনকে এই মামলায় আসামি করা হয়।
আরও পড়ুনআবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ আসামি ৩০২৬ জুন ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল