২৫ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার ফলে পাল্টে যায় তিনটা জীবন। অতীত ফিরে এসে কীভাবে তিনটি জীবনের সমীকরণ বদলে দেয়—এমনই এক গল্প নিয়ে অমিতাভ ভট্টাচার্য নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা। 

‘ত্রিধারা’ শিরোনামে সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরী, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই সিনেমার মধ্য প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে চঞ্চল-ঋতুপর্ণাকে।

নতুন সিনেমা নিয়ে চঞ্চল চৌধুরী সমকালকে বলেন, ‘সিনেমাটি নিয়ে একাধিকবার তাদের সঙ্গে কথা হয়েছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি। গল্প শুনে মনে হয়েছে কাজটি দারুণ হবে। আসলে একটি সিনেমায় যুক্ত হওয়ার আগে তো বেশকিছু প্রক্রিয়া থাকে। সেগুলো এখনো হয়নি।’

চঞ্চল চৌধুরীর সূরেই ভারতী গণমাধ্যমে কথা বলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। এমন একটা ছবির কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। সব ঠিক থাকলেই এই ছবির কাজ শুরু হবে। সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত ‘উৎসব’ সিনেমা রীতিমতো চমক দেখাচ্ছে। মুক্তির বিশ দিন পেরিয়ে গেলেও এখনও ছবিটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। এছাড়া ‘ইনসাফ’ ছবিতেও কেমিও চরিত্রে তাকে পছন্দ করেছে দর্শক।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এশিয়া কাপে বাদ পড়তে পারেন বাবর আজম ও রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট যেন একদম তলানিতে গিয়ে ঠেকেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে সিরিজের শেষ ম্যাচে ২০২ রানের লজ্জাজনক হার। পাশাপাশি ক্যারিবীয়দের কাছে ৩৪ বছর পর সিরিজ হাতছাড়া করা। এই হার শুধু মনোবলই ভাঙেনি, আসন্ন এশিয়া কাপের আগে দল নিয়েও দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।

এশিয়া কাপ ২০২৫ শুরু হবে ৯ সেপ্টেম্বর। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও ১৫ সদস্যের দল ঘোষণা করেনি। বেশ কয়েকটি জায়গা খালি থাকলেও এখন গুঞ্জন জোরালো ফর্মহীনতার কারণে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে হয়তো দলে রাখা হবে না।

কেন সুযোগ পাচ্ছেন না বাবর ও রিজওয়ান?
২০২৫ সালে এখনও একটিও টি–টোয়েন্টি ম্যাচ খেলেননি বাবর আজম বা রিজওয়ান। বাবরের শেষ টি–টোয়েন্টি ছিল ডিসেম্বর ২০২৪-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই থেকেই তিনি রান খরায় ভুগছেন। পিএসএল ২০২৫-এ ১০ ইনিংসে মাত্র ২৮৮ রান, গড় ৩৬। যা তার মানের ব্যাটসম্যানের জন্য হতাশাজনক। সবশেষ তিন ইনিংসে তো রান এসেছে মাত্র ৫৬, গড় ১৮.৬৭। টি–টোয়েন্টিতে তার শেষ ফিফটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৫ (৪২ বল)।

আরো পড়ুন:

স্বাধীনতা দিবসে শতক হাঁকানো একমাত্র ভারতীয় কোহলি

সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টিগার

রিজওয়ানের অবস্থা তেমন ভালো নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের তিন ইনিংসে করেছেন মাত্র ৬৯ রান (৫৩, ১৬, ০)। তার বাদ পড়া মানে প্রায় নিশ্চিতভাবেই দলের নেতৃত্ব চলে যাবে সালমান আলি আগার হাতে।

এশিয়া কাপের আগে এমন অনিশ্চয়তা পাকিস্তান দলে চাপ বাড়িয়ে দিয়েছে। ভক্তরা এখন অপেক্ষায়, শেষ পর্যন্ত কি ফিরবেন বাবর ও রিজওয়ান। নাকি আসর শুরু হওয়ার আগেই হবে বড় ধাক্কা। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তানে আকস্মিক বন্যায় ২ দিনে ৩৪৪ জনের মৃত্যু
  • এশিয়া কাপে বাদ পড়তে পারেন বাবর আজম ও রিজওয়ান