এ প্রজন্মের সেরা অভিনেত্রী কে, কাজল বললেন...
Published: 29th, June 2025 GMT
গত শুক্রবার মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমাটি। মুক্তি উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে অভিনেত্রী দিয়েছেন বিশেষ সাক্ষাৎকার। সেখানেই তিনি জানিয়েছেন, আজকের প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের অবস্থান ঠিক কোথায়। নতুনদের অভিনয়শৈলী, চিন্তাভাবনা এবং নিজের মতো করে পথ তৈরির প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি। তবে স্পষ্ট জানিয়ে দিলেন, নিজের মতো কাউকে তিনি আজও দেখেন না।
এদিন কাজলের কাছে প্রশ্ন করা হয়, আজকের কোনো অভিনেত্রী কি নব্বইয়ের দশকের কাজলকে মনে করিয়ে দেয়? জবাবে কাজল বলেন, ‘আমি এটা বলতে পেরে খুব খুশি যে কেউ নেই।’
‘মা’ সিনেমার পোস্টারে কাজল। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জোতার জন্য বিশ্বকাপ বোনাসের টাকা দেবেন চেলসির খেলোয়াড়েরা
সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফুটবলার দিয়েগো জোতার পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ফিফা ক্লাব বিশ্বকাপজয়ী চেলসির খেলোয়াড়েরা তাঁদের বোনাসের একটি অংশ জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গত ৩ জুলাই স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা যান ২৮ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড জোতা, গাড়িতে থাকা তাঁর ভাই সিলভাও ঘটনাস্থলে প্রাণ হারান। ফুটবলবিশ্বকে শোকাভিভূত করা ওই দুর্ঘটনার ১০ দিন পর যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে চেলসি।
প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপে ছিল বড় অঙ্কের বোনাস। চ্যাম্পিয়ন হিসেবে চেলসি পেয়েছে মোট ১ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার।
যা ক্লাব কর্তৃপক্ষ দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে বলে জানিয়েছে। এতে জনপ্রতি ৫ লাখ মার্কিন ডলারের বেশি করে পাবেন ফুটবলারেরা।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, বোনাসের একটি অংশ জোতা ও সিলভার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত চেলসির খেলোয়াড় ও ক্লাব কর্তৃপক্ষ যৌথভাবে নিয়েছে।
২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে চেলসি