গত শুক্রবার মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমাটি। মুক্তি উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে অভিনেত্রী দিয়েছেন বিশেষ সাক্ষাৎকার। সেখানেই তিনি জানিয়েছেন, আজকের প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের অবস্থান ঠিক কোথায়। নতুনদের অভিনয়শৈলী, চিন্তাভাবনা এবং নিজের মতো করে পথ তৈরির প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি। তবে স্পষ্ট জানিয়ে দিলেন, নিজের মতো কাউকে তিনি আজও দেখেন না।

এদিন কাজলের কাছে প্রশ্ন করা হয়, আজকের কোনো অভিনেত্রী কি নব্বইয়ের দশকের কাজলকে মনে করিয়ে দেয়? জবাবে কাজল বলেন, ‘আমি এটা বলতে পেরে খুব খুশি যে কেউ নেই।’

‘মা’ সিনেমার পোস্টারে কাজল। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ