পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: নবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৩
Published: 29th, June 2025 GMT
কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি ধরতে নবীগঞ্জের জনতার বাজারে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এরপর থেকে দিন-রাত মানুষের ভিড়ে ঠাসা বাজারটি একেবারে জনশূন্য হয়ে পড়েছে।
রোববার দুপুরে যৌথ বাহিনীর সদস্যরা স্থানীয় জনতার বাজারে আসামি ধরতে অভিযান চালায়। এ সময় আটক করা হয় ওই ১৩ ব্যক্তিকে। যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গত ৩১ মে এই বাজারের হাট অপসারণে জেলা প্রশাসনের নির্দেশে প্রায় ৭০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আসেন। তারা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদারকে লাঞ্ছিত করে তারা। এ বিষয়ে ১ জুন পানিউমদা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী বাদী হয়ে ৩৪ জনের নামে মামলা করেন।
গতকাল শনিবার ভোররাতে এ মামলার এজাহারভুক্ত আসামি দক্ষিণ গজনাইপুর গ্রামের নজর উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালায় যৌথ বাহিনী। নজর উদ্দিনের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয়রা অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন। ওসি শেখ মো.
বানিয়াচং সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ বলেন, সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথভাবে জটিকা অভিযান চালায়। আটক ১৩ জনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ‘এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। এক আসামিকে গ্রেপ্তারের সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা করেছিল।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল