সারাবিশ্বে এআই এখন নেটওয়ার্ক প্রযুক্তিতে দিয়েছে অপ্রত্যাশিত ও দৃশ্যমান গতি। এর আগে নেটওয়ার্ক ব্যবস্থাপনা মূলত পরিচালনা ও রক্ষণাবেক্ষণ দক্ষতা গুরুত্ব পেয়েছে


কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি– দুইয়ে মিলে ক্রমবর্ধমান সমন্বয় শিল্প খাতে দৃশ্যমান রূপান্তর নিয়ে আসছে। বিশেষ করে উৎপাদন খাতে ফাইভজির লো-ল্যাটেন্সি ও হাই ব্যান্ডউইথের সঙ্গে যুক্ত এআই নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হিসেবে কাজ করছে।
এআইসমৃদ্ধ ফাইভজি নেটওয়ার্ক তাৎক্ষণিকভাবে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারে, যার মাধ্যমে অনুধাবন থেকে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন– পূর্ণ চক্রটি দ্রুত সম্পন্ন হয়। শিল্প খাতে উৎপাদন ঝুঁকি কমে, অন্যদিকে সামগ্রিক দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়ে।
চীনে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই আসরে মোবাইল ব্রডব্যান্ড ফোরাম (এমবিবিএফ) টপ টক সামিটে শতাধিক বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। এতে শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবক ও শিক্ষাবিদরা বক্তব্য দেন। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সমন্বয়ের ফলে যে বিপুল সম্ভাবনা তৈরি হবে, তা নিয়ে বক্তারা দিকনির্দেশনা দিয়েছেন।
হুয়াওয়ে ব্র্যান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর অব দ্য বোর্ড ডেভিড ওয়াং বলেন, মোবাইল এআইর ব্যবহার তিনটি নতুন পদ্ধতিতে মোবাইল শিল্প খাতে প্রাণশক্তির সঞ্চার করবে।
প্রথমত, হ্যান্ডসেট এখন আর শুধু অ্যাপনির্ভর হবে না। সব ডিভাইস এআই এজেন্ট হোস্ট করতে শুরু করেছে, যা জীবন এবং কাজের প্রতিটি ধাপের মানোন্নয়ন দৃশ্যমান করবে।
দ্বিতীয়ত, ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তির সঙ্গে এআই প্রযুক্তির সমন্বয় বুদ্ধিবৃত্তিক বিশ্বের অভূতপূর্ব সম্ভাবনা উন্মোচন করবে।
তৃতীয়ত, এআই এখন নেটওয়ার্ক প্রযুক্তির অপ্রত্যাশিত ও দৃশ্যমান গতি দিয়েছে। আগে নেটওয়ার্ক ব্যবস্থাপনা মূলত পরিচালনা ও রক্ষণাবেক্ষণ দক্ষতার ওপর গুরুত্ব পেয়েছে। কিন্তু এখন এআই প্রযুক্তির সঙ্গে স্পেকট্রাম, শক্তির ব্যবহার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দক্ষতা বাড়ানোর সুযোগ করে দিয়েছে।
ইতোমধ্যে উদ্ভাবনী ব্র্যান্ড ও সহযোগীরা পাঁচটি ক্ষেত্রে জোটবদ্ধ হয়ে কাজ করছে। সম্মিলিত উদ্যোগে ফাইভজি প্রযুক্তির ব্যবহারকে অনন্য মাত্রায় পৌঁছে দেবে। যার মধ্যে রয়েছে লার্জ আপলিঙ্ক ব্যান্ডউইথ, ডিভাইস ইকোসিস্টেম, মাল্টিমোডাল ইন্টেলিজেন্ট পরিষেবা, 
অল-সিনারিও আইওটির সক্ষমতা ও কয়েকটি ব্যবসায়িক মডেল।
হুয়াওয়ে করপোরেট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি সেলস অ্যান্ড সার্ভিস বিভাগের প্রেসিডেন্ট লি পেং বলেন, ফাইভজি নেটওয়ার্ক অভূতপূর্ব সক্ষমতা প্রদর্শন করবে। এটি অপারেটরদের জন্য বহু দিক থেকে নির্ভরযোগ্য নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করার পথ সুগম করবে। ফাইভজি প্রযুক্তির নেটওয়ার্কিং গতি নব্য ঘরানার উদ্ভাবনী ব্যবসার সুযোগ তৈরি করবে। অন্যদিকে, ট্রাফিকভিত্তিক আয় মডেলের বাইরে গিয়ে সরাসরি গ্রাহক অভিজ্ঞতাকে আয়ের উৎসে রূপান্তর করবে। বাণিজ্যিক প্রেক্ষাপট বলছে, গ্রাহককে দ্রুত ও উন্নত অভিজ্ঞতা দেওয়ার আকাঙ্ক্ষাই ফাইভজি প্রযুক্তির তীব্র চাহিদা তৈরি করেছে। ক্লাউড গেমিং বা মাল্টিভিউ ইমার্সিভ স্পোর্টস স্ট্রিমিংয়ের মতো লো-ল্যাটেন্সি ও হাই ব্যান্ডউইথনির্ভর অ্যাপ্লিকেশনে ফাইভজি প্রযুক্তির নিরবচ্ছিন্ন পারফরম্যান্স গ্রাহকের জন্য সহজ পেমেন্ট মডেল তৈরি করছে।
২০২৫ সালে ফাইভজি অ্যাডভান্সড প্রযুক্তির বাণিজ্যিক প্রয়োগের কাজ চলছে। বৈশ্বিক মোবাইল অপারেটর, সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও নির্ধারকদের সঙ্গে একযোগে কাজ চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন ব্যবহার করে টেলিকম পরিষেবা, অবকাঠামো ও পরিচালনা পদ্ধতিকে ঢেলে সাজাতে উদ্যোক্তারা এখন দূরদর্শী কাজ করছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত ন টওয় র ক ব যবহ র ব যবস ন টওয ফ ইভজ

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ