যুক্তরাষ্ট্রের মেরিন টেকনোলজি সোসাইটি আয়োজিত মেট রোভ কম্পিটিশন ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পাইওনিয়ার ক্লাসে এশিয়ায় প্রথম হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘ইউআইইউ মেরিনার’ টিম। একই সঙ্গে বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে দলটি। এই বিজয় দেশের তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী ক্ষমতা এবং কঠোর পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। একই সঙ্গে, বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তারা পঞ্চম স্থান দখল করে বাংলাদেশের প্রকৌশল সক্ষমতাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। এ ছাড়া ‘ইউআইইউ মেরিনার’ দলটি টেকনিক্যাল ডকুমেন্টেশনে বিজয়ী হিসেবে মনোনীত হয়েছে।
গত ১৭-২১ জুন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের আলপেনার থান্ডার বে ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারিতে অনুষ্ঠিত হয়। ইউআইইউর অ্যাডভান্সড আন্ডারওয়াটার রোবটিক্স অ্যান্ড অটোমেশন (এইউআরএ) ক্রু রোভ নির্মাণ করে আন্তর্জাতিক মঞ্চে তা প্রদর্শন করে।
প্রতিযোগিতায় প্রতিটি দলকে আটটি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছিল। মানদণ্ডগুলোর মধ্যে রয়েছে- পণ্য প্রদর্শন, প্রকৌশল উপস্থাপনা, টেকনিক্যাল ডকুমেন্টেশন, বিপণন প্রদর্শন, সহযোগিতামূলক মিশন, কোম্পানির স্পেসিফিকেশন, করপোরেট রেসপন্সিবিলিটি এবং সেফটিমেট রোভ কম্পিটিশন ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, বাংলাদেশ এবং মেক্সিকোসহ বিভিন্ন দেশের মোট ১৩টি দল অংশগ্রহণ করে। ‘ইউআইইউ মেরিনার’ দলটি পাইওনিয়ার ক্লাসের এই ১৩টি বিশ্বব্যাপী চূড়ান্ত দলের মধ্যে ৩৭৭ স্কোর পেয়ে সামগ্রিকভাবে পঞ্চম এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। এ ছাড়া প্রতিযোগিতায় ইউআইইউ টিম ১০০ স্কোরের মধ্যে ৮১ স্কোর করে সেরা টেকনিক্যাল ডকুমেন্টেশনে বিজয়ী হয়। বিজয়ী ইউআইইউ দলটির তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যলয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনয়ারিং বিভাগের অধ্যাপক ইমেরিটাস ড.
ইউআইইউ থেকে ১০ জনের একটি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রকল্পের টিম লিডার হলেন ইউআইউর সিএসই বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম অর্চি (প্রকল্প ব্যবস্থাপক) এবং একই বিভাগের শিক্ষার্থী ফারহান জামান (গবেষণা ও উন্নয়ন)। v
উৎস: Samakal
কীওয়ার্ড: ব জয় উৎসব
এছাড়াও পড়ুন:
ভেন্যু হবে ওয়াই-ফাই জোন, আম্বার আইটি-প্রথম আলো চুক্তি সই
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ বছরও আয়োজন করা হচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৫’। এবার অনলাইন কুইজে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য দেশের ৬৪ জেলার ভেন্যুকে ওয়াই-ফাই জোনে রূপান্তর করার কাজে আম্বার আইটি লিমিটেড সহযোগিতা করবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্ট বিভাগের প্রধান সমন্বয়কারী মুনির হাসান এবং আম্বার আইটি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মৃণাল কান্তি মণ্ডল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আম্বার আইটি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মহসিন আলম ও হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস হিটলার এ হালিম, প্রথম আলোর ইভেন্ট বিভাগের উপব্যবস্থাপক বায়েজিদ ভূঁইয়া, সহকারী ব্যবস্থাপক আল মামুন।
প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৬৪ জেলায় সংবর্ধনা দেওয়া হবে। আগামী ১৭ আগস্ট রোববার কক্সবাজার, পঞ্চগড় ও রাজবাড়ী জেলা দিয়ে শুরু হবে এ আয়োজন।
আয়োজনটিতে সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কনকা-গ্রি, কোয়ালিটি গ্রুপ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
আরও পড়ুন‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা’ অনুষ্ঠান এইবার আরও নতুনত্ব নিয়ে হবে০২ জুলাই ২০২৫