মাতাল অবস্থায় চামচ গিলে ছয় মাস ভেবেছেন স্বপ্ন
Published: 30th, June 2025 GMT
চীনের এক যুবক ভেবেছিলেন, তিনি স্বপ্নে চামচ গিলে ফেলেছেন। কিন্তু ছয় মাস পর সত্যিটা জানার পর নিজেই চমকে গেছেন।
২৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম ইয়াং। সম্প্রতি পেটের অস্বস্তি নিয়ে তিনি সাংহাইয়ের ঝোংশান হাসপাতালে চিকিৎসা নিতে যান। তিনি ধারণা করেছিলেন, কোনো খাবারের সঙ্গে ভুল করে প্লাস্টিক খেয়ে ফেলেছেন। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর পেটের ভেতরে আটকে থাকা ১৫ সেন্টিমিটার লম্বা একটি সিরামিকের কফি চামচ খুঁজে পান।
পেট থেকে চামচটি বের করার পর ইয়াং বুঝতে পারেন, ছয় মাস ধরে যে ঘটনাকে স্বপ্ন ভেবে আসছিলেন, তা আসলে বাস্তব।
চিকিৎসকেরা পেটে চামচ আটকে থাকার কথা জানানোর পর ইয়াং বুঝতে পারেন, চলতি বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে ঘটনাটি ঘটে। সেদিন একটি হোটেলকক্ষে অতিরিক্ত মদ পান করে ফেলেছিলেন তিনি। একপর্যায়ে মদের নেশা কাটাতে গলায় কফির চামচ ঢুকিয়ে বমি করার চেষ্টা করেন।
সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চামচটি গলায় ঢোকানোর সময় অসাবধানতাবশত পেটে চলে যায়। এ সময় তিনি এতটাই মাতাল ছিলেন যে জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন সকালে ঘুম ভাঙার পর ইয়াংয়ের মনে হয়েছিল, তিনি একটি চামচ গিলে ফেলার স্বপ্ন দেখেছেন মাত্র। ফলে অন্যান্য দিনের মতো সেদিনও ব্যবসার কাজে বেরিয়ে পড়েন এবং চীনে ফিরে স্বাভাবিক জীবন যাপন করতে থাকেন।
সাংহাইয়ে ফিরে যাওয়ার পর ছয় মাস ইয়াং নিয়মিত শরীরচর্চা করেছেন। এ সময় উল্লেখযোগ্য কোনো শারীরিক সমস্যাও অনুভব করেননি। কিন্তু ১৮ জুন পেটব্যথা নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকেরা এন্ডোস্কপি করে তাঁর পেটের মধ্যে সিরামিকের চামচ খুঁজে পান। প্রথম দফায় চামচটি বের করা সম্ভব হয়নি, কারণ এটি পিচ্ছিল হয়ে গিয়েছিল। পরে কৌশল বদলে সফলভাবে চামচটি বের করতে সক্ষম হন চিকিৎসকেরা। পরে ইয়াংকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়। চিকিৎসকেরা বলছেন, এটি খুবই বিপজ্জনক হতে পারত। ভাগ্য ভালো, চামচটা এমনভাবে আটকে ছিল যে বড় ক্ষতি হয়নি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, যমুনা সেতুতে যান চলাচল স্বাভাবিক
যমুনা সেতু পশ্চিম মহাসড়কে হওয়া ব্লকেড ও বিক্ষোভ কর্মসূচি ১ ঘণ্টা পর প্রত্যাহার করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১ টা ১০ মিনিটে এ কর্মসূচি স্থগিত করেন তারা।
এর আগে, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতু পশ্চিমে মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েন।
আরো পড়ুন:
দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধনের নতুন তারিখ ঘোষণা
উদ্বোধনের আগেই ঝুঁকিতে পড়ছে দ্বিতীয় তিস্তা সেতু
এর আগে, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে বেলা ১১টা ৫০ মিনিটে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ঢাকা ও উত্তরবঙ্গমুখী উভয় লেন বন্ধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী কর্মসূচীর কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ব্লকেড প্রত্যাহারের পর ঢাকা ও উত্তরবঙ্গগামী উভয় লেনে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মহাসড়কে স্বাভাবিকভাবে যান চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, “১১টা ৫০ মিনিটে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে শিক্ষার্থীরা বসে পড়েন। এতে উভয় লেনেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ১ ঘণ্টা মহাসড়কে বিক্ষোভ করার পরে সড়ক ছেড়ে দেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “আজকে রেল ও সড়ক পথ অবরোধের কথা ছিল। কিন্তু বুধবার (১৩ আগস্ট) উল্লাপাড়ায় রেলপথ অবরোধের কারণে সিডিউল বিপর্যয় ঘটে। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রেলপথ ছেড়ে দিয়েছি। তবে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ করার পর মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। শিগগিরই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”
প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের (ডিপিপি) অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে।
গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেয় শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পূণরায় আন্দোলন শুরু হয়।
ঢাকা/রাসেল/মেহেদী