টিকটক কেনার জন্য ধনীদের একটি দল প্রস্তুত: ট্রাম্প
Published: 30th, June 2025 GMT
চীনের জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকের মার্কিন কার্যক্রম কেনার জন্য ক্রেতা প্রস্তুত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৯ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার কাছে খুবই ধনী কিছু লোকের একটি দল রয়েছে, যারা টিকটক কিনতে চায়।” খবর রয়টার্সের।
টিকটকের ক্রেতা কারা হতে যাচ্ছে, তা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্তিরোমো’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তিনি যেই চুক্তি তৈরি করছেন তা এগিয়ে নেওয়ার জন্য সম্ভবত চীনের অনুমোদন প্রয়োজন হবে। প্রেসিডেন্ট শি জিনপিং এতে সম্মতি দেবেন বলে আশা করেন তিনি।
আরো পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ দমকলকর্মী নিহত
শুল্ক চুক্তি চূড়ান্তে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আলোচনা অব্যাহত
টিকটকের মালিকানা চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের হাতে। যুক্তরাষ্ট্রে অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা প্রায় ১৭ কোটি। নিরাপত্তা ঝুঁকির অভিযোগ তুলে ২০২৪ সালের এপ্রিল মাসে মার্কিন কংগ্রেস একটি আইন পাস করে, যেখানে যুক্তরাষ্ট্রে অ্যাপটির মালিকানা বিক্রি চলতি বছরের ১৯ জানুয়ারির মধ্যে বাধ্যতামূলক করা হয়।
তবে এই আইনের কার্যকারিতা ইতিমধ্যে তিনবার পিছিয়েছেন ট্রাম্প। সর্বশেষ সময়সীমা অনুযায়ী, টিকটকের মূল কোম্পানি বাইটডান্স-কে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন কোনো কোম্পানির কাছে বিক্রি করতে হবে।
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের অভিযোগ, টিকটক কিংবা এর মূল প্রতিষ্ঠান বাইটডান্স মার্কিন ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের হাতে তুলে দিতে পারে, যদিও টিকটক এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র য ক তর ষ ট র ট কটক র
এছাড়াও পড়ুন:
বিদ্যানিকেতন স্কুলে জাকির খানকে ক্রেস্ট প্রদান
নগরীর ভুইয়ারবাগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিদ্যানিকেতন স্কুল পরিদর্শনে গিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
পরে জাকির খান স্কুলের পাঠাগার, বিজ্ঞানাগার ও স্মার্ট ক্লাস রুম পরিদর্শন করেন। এসময় জাকির খানকে স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় জাকির খান বলেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। তিনি বলেন আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন সব সময় ভালো কাজের জন্য এলাকাবাসীর সাথে থাকতে চাই। ভুঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুল আমাদের অহংকার। এ এলাকায় একটি স্কুল প্রতিষ্টা করার স্বপ্ন ছিল আমার। আপনারা সে স্বপ্ন পুরন করছেন।
আমাদের দেওভোগে আলো ছড়িয়ে দিচ্ছে। আমি এবং আমার পরিবার এ স্কুলের উন্নয়নে পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
এ-সময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও সাবেক পিপি এডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল, হোসেন ব্যপারী ও অতিরিক্ত পিপি এডভোকেট রাজীব মন্ডল এবং জাকির খানের মেয়ে ইহন খান।