আশাশুনিতে লতিফুর রহমান ও ফারাজের মৃত্যুবার্ষিকীতে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প
Published: 30th, June 2025 GMT
সাতক্ষীরার আশাশুনিতে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বুধহাটার করিম সুপার মার্কেটের ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালে এই ক্যাম্প শুরু হয়। এ ক্যাম্পের আয়োজন করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
জেলা শহর থেকে বুধহাটা করিম সুপার মার্কেটের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। সকাল সাড়ে আটটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, দুই শতাধিক মানুষের ভিড়। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ব্যক্তিদের কারও সমস্যা হৃদ্রোগ বা ডায়াবেটিস, কেউ গাইনি রোগ বা অ্যালার্জিতে ভুগছেন।
আশাশুনির বুধহাটা গ্রামের শারমিন সুলতানা (২৮) বলেন, ‘আমি অনেক দিন ধরে গাইনি রোগে ভুগছি। শুনেছি, এখানে লতিফুর রহমান ও ফারাজের নামে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে, তাই চলে এসেছি।’ গুনাকরকাটি গ্রামের তাসলিমা খাতুন (২৫) বলেন, ‘আমি প্রসূতির সমস্যা নিয়ে এসেছি। একজন নারী চিকিৎসক আমাকে দেখেছেন। ওষুধও দিয়েছেন।’ নৈকাটি গ্রামের মহব্বত আলী (৬৫) বলেন, ‘আমি ডায়াবেটিসের জন্য এসেছি। চিকিৎসক মিনাক কুমার বিশ্বাস আমাকে দেখেছেন। ওষুধও পেয়েছি।’
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জ্যেষ্ঠ আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘প্রয়াত লতিফুর রহমান ও ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুদিন উপলক্ষে আমরা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। সকাল সাড়ে ৯টায় চিকিৎসাসেবা শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ২১০ রোগী নিবন্ধন করেছেন। এর মধ্যে শতাধিক রোগীকে বিনা মূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, বিকেল চারটা পর্যন্ত ক্যাম্প চলবে। আশা করা হচ্ছে, দিন শেষে ৪৫০ থেকে ৫০০ রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া যাবে।
ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের এ আয়োজন করা হয়েছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ
২০২৬ সালে ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছর ব্যাংকগুলোর জন্য ২৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিন হবে শবে-বরাত উপলক্ষ্যে। ৪ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। এরপর শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।
চৈত্র সংক্রান্তি (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দারবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য) ১৩ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে। এরপর বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল, মে দিবস ও বৌদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ১ মে, ২৬ থেকে ৩১ মে পাঁচদিন ঈদুল আজহা উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে।
এদিকে, আশুরা উপলক্ষ্যে ২৬ জুন, ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষ্যে একদিন, জুলাই গণঅভ্যুত্থান ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর ও ব্যাংক হলিডে উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ৯ নভেম্বর প্রজ্ঞাপন অনুযায়ী সব তফসিলি ব্যাংকের জন্য এ ছুটি কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তালিকায় দেখা গেছে, চলতি বছর দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৭ দিন, আগের বছর ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৪ দিন।
ঢাকা/নাজমুল//