সাতক্ষীরার আশাশুনিতে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বুধহাটার করিম সুপার মার্কেটের ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালে এই ক্যাম্প শুরু হয়। এ ক্যাম্পের আয়োজন করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

জেলা শহর থেকে বুধহাটা করিম সুপার মার্কেটের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। সকাল সাড়ে আটটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, দুই শতাধিক মানুষের ভিড়। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ব্যক্তিদের কারও সমস্যা হৃদ্‌রোগ বা ডায়াবেটিস, কেউ গাইনি রোগ বা অ্যালার্জিতে ভুগছেন।

আশাশুনির বুধহাটা গ্রামের শারমিন সুলতানা (২৮) বলেন, ‘আমি অনেক দিন ধরে গাইনি রোগে ভুগছি। শুনেছি, এখানে লতিফুর রহমান ও ফারাজের নামে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে, তাই চলে এসেছি।’ গুনাকরকাটি গ্রামের তাসলিমা খাতুন (২৫) বলেন, ‘আমি প্রসূতির সমস্যা নিয়ে এসেছি। একজন নারী চিকিৎসক আমাকে দেখেছেন। ওষুধও দিয়েছেন।’ নৈকাটি গ্রামের মহব্বত আলী (৬৫) বলেন, ‘আমি ডায়াবেটিসের জন্য এসেছি। চিকিৎসক মিনাক কুমার বিশ্বাস আমাকে দেখেছেন। ওষুধও পেয়েছি।’

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জ্যেষ্ঠ আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘প্রয়াত লতিফুর রহমান ও ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুদিন উপলক্ষে আমরা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। সকাল সাড়ে ৯টায় চিকিৎসাসেবা শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ২১০ রোগী নিবন্ধন করেছেন। এর মধ্যে শতাধিক রোগীকে বিনা মূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, বিকেল চারটা পর্যন্ত ক্যাম্প চলবে। আশা করা হচ্ছে, দিন শেষে ৪৫০ থেকে ৫০০ রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া যাবে।

ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের এ আয়োজন করা হয়েছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

১৫ আগস্ট উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুলিস্তানে আওয়ামী লীগ প্রধান কার্যালয় ও ধানমন্ডির ৩২ নম্বরে বাড়ানো হয়েছে পুলিশের অবস্থান।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, ১৫ আগস্টের কার্যক্রমকে কেন্দ্র করে নাশকতা বা বিশৃঙ্খলার কোনো চেষ্টা সহ্য করা হবে না। যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, এই দিনে কেউ যেন কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো বা উস্কানিমূলক পোস্ট দেওয়া ব্যক্তিদের ওপর কড়া নজর রাখছে ডিএমপির সাইবার ইউনিট।

আরো পড়ুন:

চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় বউ-শাশুড়ি আহত

এএসআই’র বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ 

এদিকে, ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও (ডিবি) মাঠে কাজ করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে তল্লাশিচৌকি (চেকপোস্ট)। সন্দেহভাজন যেকোনো ব্যক্তি বা যানবাহনকে তল্লাশি করা হচ্ছে।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের জমায়েত বা মিছিল থেকে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সার্বিকভাবে, ১৫ আগস্ট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। 

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত নিবন্ধ

  • কিশোরগঞ্জে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে ২ শিক্ষক জেল
  • বঙ্গবন্ধুর স্মরণে শোকসভা, নরসিংদীতে আ.লীগ নেতা আটক
  • হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ 
  • খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া
  • জাতীয় স্বার্থে সবাইকে ঐক‌্যবদ্ধ হ‌তে হ‌বে: জিএম কাদের
  • অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
  • শ্রীপুরে বঙ্গবন্ধুর মৃত্যুদিবসে কাঙালিভোজের আয়োজন, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
  • সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের স্যাইকেল র‌্যালি
  • ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
  • ঝালকাঠিতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার