ফেনীতে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ সাবেক দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছের বাহিনী। গতকাল রোববার মধ্যরাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকা থেকে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দেলোয়ার হোসেন (৪২) ও রহমত উল্লাহ (৪৩)। এদের মধ্যে দেলোয়ার ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও রহমত উল্লাহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য। দেলোয়ার সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ও রহমত উল্লাহ ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত একটার দিকে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী। এ সময় একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলিসহ দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল

এছাড়াও পড়ুন:

ফেনী পুলিশ লাইন্সে সহকর্মীর বঁটির কোপে আনসার সদস্য আহত 

ফেনী পুলিশ লাইন্সে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামে বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইন্স মেসে ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত আলী মনোয়ারকে আসামি করে পুলিশ লাইন্সের মেস ম্যানেজার নায়েক সুব্রত দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন। ওই মামলায় আলী মনোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

আরো পড়ুন:

রাঙামাটিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

টাঙ্গাইলে ফারুক হত্যা: খালাসপ্রাপ্ত ১০ আসামিকে আত্মসমর্পণের নিরদে

আটক আলী মনোয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পাইকপাড়া এলাকার মৃত মোজায়েরের ছেলে। আহত রহমত আলী খুলনার ভাটিয়াঘাটা এলাকার মৃত সৈয়দ এমদাদ আলীর ছেলে। 

পুলিশ সূত্র জানায়, বিশেষ আনসারের দুই সদস্য ফেনী পুলিশ লাইন্সে দায়িত্বরত ছিলেন। দুপুরে পুলিশ লাইন্সের মেসে খাবার খেতে গিয়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রহমত আলীকে মেসের তরকারি কাটার জন্য রাখা বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন আলী মনোয়ার। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক অভিযুক্ত আলী মনোয়ারকে আটক করে পুলিশ। 

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‍“আহত আনসার সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত আনসার সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” 

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ফেনী পুলিশ লাইন্সে সহকর্মীর বঁটির কোপে আনসার সদস্য আহত