কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় নিহত ১
Published: 30th, June 2025 GMT
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। হামলাকারী ওই ছাত্রদল নেতার নাম অনিক। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। নিহত জমির উদ্দিন জাসদের সমর্থক ছিলেন।
সোমবার (৩০ জুন) বিকেলে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের জমির উদ্দিনের ওপর হামলা করা হয়। নিহত জমির উদ্দিন মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক ছাত্রদলের কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের ওপরে হামলা চালায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দিন মারা যায়।
আরো পড়ুন:
রংপুরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
উখিয়ায় বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত
দেড় বছর আগে জমির উদ্দিন অনিকের উপরে হামলা চালিয়ে হাত ভেঙে দেয়।
ঘটনাস্থল থেকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখছি। হামলাকারী পলাতক রয়েছে।’’
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত ছ ত রদল ছ ত রদল
এছাড়াও পড়ুন:
বঙ্গবন্ধুকে নিয়ে যা লিখলেন শাকিব খান
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী একদল সেনাসদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। শেখ হাসিনা সরকারের শাসনামলে ১৫ আগস্ট দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে দিনটি আর সরকারিভাবে পালিত হচ্ছে না।
তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা বঙ্গবন্ধুর ছবির সঙ্গে কেউ কেউ জুড়ে দিয়েছেন কবিতা আবার কেউ কেউ জুড়ে দিচ্ছেন নিজস্ব মতামত। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।
শুক্রবার শাকিব খান এক ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন। ঢালিউডের এই সুপারস্টার বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’’
আরো পড়ুন:
শাকিবকে নিয়ে তিন সিক্যুয়েল
শাকিবের ‘রহস্যময়’ বার্তা
ঢাকা/লিপি