চলতি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার কাছে মার্কিন তেল ও গ্যাস কোম্পানি শেভরনের পাওনা ছিল ২৩৭ মিলিয়ন ডলারের বেশি। পুরো অর্থ এখন পরিশোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সোমবার রাতে ফেসবুকে দেওয়া স্টাটাসে এ তথ্য তুলে ধরেছেন। 

এ সময় তিনি জানান, শেভরনের ‘এমার্জিং কান্ট্রিজ’-এর প্রেসিডেন্ট জাভিয়ের লা রোসা সোমবার তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। লুৎফে সিদ্দিকী বলেন, শেভরন বাংলাদেশের দীর্ঘদিনের ও গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী। তাদের সঙ্গে আমাদের অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা করি। শেভরনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এরিক ওয়াকারও এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বর্তমানে দেশে স্থলভাগের তিন ব্লক ১২, ১৩, ১৪ এ তিনটি গ্যাসক্ষেত্র পরিচালনা করছে শেভরন। এগুলো হচ্ছে সিলেটের জালালাবাদ, হবিগঞ্জের বিবিয়ানা ও মৌলভীবাজার গ্যাসক্ষেত্র। জালালাবাদ থেকে এখন দিনে উৎপাদিত হয় ১৩৮ মিলিয়ন ঘনফুট, বিবিয়ানা থেকে ৯৩৬ মিলিয়ন ঘনফুট এবং মৌলভীবাজার থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। তিনটি গ্যাসক্ষেত্রেই তাদের উৎপাদন কমছে। বিবিয়ানা গ্যাসক্ষেত্রে চুক্তির মেয়াদ ২০৩৪, মৌলভীবাজারের মেয়াদ ২০৩৮ এবং  জালালাবাদের মেয়াদ রয়েছে ২০৩৪ পর্যন্ত। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় ঘটানাটি ঘটে।

আরো পড়ুন:

খুলনায় গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি

রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন। গতকাল সন্ধ্যার পর তিনি তার ১০ দিন বয়সী কন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন রিয়া। এসময় এলাকার কয়েকজন লোক তাকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। তাদের কাছে মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান রিয়া।

তিনি আরো জানান, পুলিশে ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ