১৩ বছর আগে মুক্তি পাওয়া ‘হেমলোক সোসাইটি’ ছিল সময়ের চেয়ে এগিয়ে থাকা সিনেমা। গল্প, অভিনয়, গান আর নির্মাণ মিলিয়ে এখনো সিনেমাটিকে মনে রেখেছেন ভক্তরা। এক যুগেরও বেশি সময় পর ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’র সিকুয়েল ‘কিলবিল সোসাইটি’। ছবির যে বার্তা, তা এ যুগের সঙ্গে বেশ মানানসই। তাই ছবিটিও হিট হতে সময় লাগেনি। ১৩ জুন সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। কিন্তু প্রথম কিস্তির মতো সিকুয়েল কি পারল সেই পুরোনো ভালো লাগার বেশ ফিরিয়ে আনতে?
‘কিলবিল সোসাইটি’ দেখতে বসলে ‘হেমলক সোসাইটি’র কথা বের করতে পারবেন না মাথা থেকে। শুরুর দিকে পরমব্রত ছাড়া তেমন কোনো পরিচিত মুখ নেই। কিন্তু পরবর্তী সময়ে পরমব্রত আর কৌশানির সংলাপ পুরোটাই জুড়ে থাকে টুকরা টুকরা ‘হেমলক সোসাইটি’। তাই যাঁরা প্রথম সিনেমাটি না দেখে ‘কিলবিল সোসাইটি’ দেখার কথা ভাবছেন, তাঁরা একবার দেখে নিতে পারেন প্রথম কিস্তি। তবে সিনেমাটি দেখার পর ‘কিলবিল সোসাইটি’ কতটা উপভোগ্য হবে, প্রশ্নটা এ জায়গাতেই। সিনেমা দেখার সময় আপনার মনে হতেই পারে, খুব কি দরকার ছিল এ সিকুয়েলের? কিংবা তরুণদের মন জয় করে নেওয়া সেই ‘আনন্দ কর’কে এভাবে ফিরিয়ে আনার?
সিনেমা: ‘কিলবিল সোসাইটি’
পরিচালক: সৃজিত মুখার্জি
গল্প ও চিত্রনাট্য: সৃজিত মুখার্জি
স্ট্রিমিং: হইচই
ধরন: রোমান্টিক ড্রামা
রানটাইম: ১ ঘণ্টা ১২ মিনিট
অভিনয়: পরমব্রত চট্টপাধ্যায়, কৌশানী মুখার্জি, বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়‘কিলবিল সোসাইটি’তে কৌশানী ও পরমব্রত। ফেসবুক থেকে.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক স স ইট
এছাড়াও পড়ুন:
ছবিতে টলিউড তারকাদের দুর্গাপূজা
হিন্দুধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। নানা আয়োজন এ উৎসব পালিত হয়েছে। ভারতীয় বাংলা সিনেমার তারকারাও পরিবার নিয়ে আনন্দে মেতেছিলেন। চলুন ছবিতে দেখে নিই, তারকাদের দুর্গাপূজা—
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা-নির্মাতা পরমব্রত চ্যাটার্জি। কিছুদিন আগে পুত্রসন্তানের বাবা হয়েছেন। বাবা হওয়ার পর প্রথমবার দুর্গাপূজা উদযাপন করলেন। পূজার পুরো সময়টা স্ত্রী-সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে আনন্দে মেতেছিলেন এই অভিনেতা।
আরো পড়ুন:
চাঁদপুরে নেচে-গেয়ে দেবী দুর্গাকে বিদায় দিল হরিজনরা
বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
১. অষ্টমীর দিনে স্ত্রী-সন্তান নিয়ে পূজামণ্ডপে যান পরমব্রত। সেখানে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অভিনেতা লেখেন, “আমাদের তিনজনের প্রথম মহা অষ্টমী। মামার বাড়ির পাড়ায়, যেখানে বড় হয়েছি, বালিগঞ্জ স্টেশন রোডে। পুজোর এই দিনে প্রতি বছর এখানেই ফিরে যাই। সহজ সাধারণ মিষ্টি পাড়ার পুজো। বাবার ছোটবেলার পাড়ায়, ছোটবেলার পুজোয় নগ্ন বাবুর এইবার প্রথম আসা।”
২. অভিনেত্রী মিমি চক্রবর্তী চুটিয়ে উপভোগ করেছেন পূজার আনন্দ। ৬ষ্ঠী থেকে শুরু করে প্রত্যেক দিন পূজামণ্ডপে গিয়েছেন এই অভিনেত্রী। মজার ব্যাপার হলো, প্রত্যেক দিনই শাড়িতে সেজেছিলেন এই অভিনেত্রী।
৩. বিয়ের পর সংসারে অধিক মন দেন কোয়েল মল্লিক। যদিও পাশাপাশি সিনেমার কাজ চালিয়ে গিয়েছেন। ২০২০ সালে পুত্রসন্তানের মা হন কোয়েল। গত বছর কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। দুর্গাপূজায় স্বামী ও দুই সন্তান ছাড়াও বাবা-মাসহ পরিবারের সঙ্গে আনন্দে উদযাপন করেন এই অভিনেত্রী। তার নানা মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। সপ্তমীর দিন কন্যার ছবি প্রথম প্রকাশ করেন কোয়েল।
৪. দুর্গাপূজার আনন্দ দারুণ উপভোগ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এ আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ‘দেবী চৌধুরানী’ সিনেমা। কারণ পূজা উপলক্ষে মুক্তি পেয়েছে তার অভিনীত এই সিনেমা। অষ্টমীর দিন পূজামণ্ডপে গিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ অভিনেত্রী লেখেন—“শুভ অষ্টমী।”
৫. টলিউডের আলোচিত তারকা দম্পতি নুসরাত জাহান-যশ দাশগুপ্তা। মাঝে গুঞ্জন উড়েছিল, ভেঙে যাচ্ছে তাদের সংসার। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নুসরাত-যশ। সবকিছু পেছনে ফেলে দুর্গাপূজা চুটিয়ে উপভোগ করেন এই দম্পতি। একসঙ্গে পূজামণ্ডপে দেখা গেছে তাদের। অষ্টমীর দিন তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নুসরাত জাহান লেখেন, “একটু দেখো মা।”\
ঢাকা/শান্ত