Prothomalo:
2025-08-15@18:45:47 GMT

এই সিনেমা তো শেষ করাই কঠিন

Published: 1st, July 2025 GMT

১৩ বছর আগে মুক্তি পাওয়া ‘হেমলোক সোসাইটি’ ছিল সময়ের চেয়ে এগিয়ে থাকা সিনেমা। গল্প, অভিনয়, গান আর নির্মাণ মিলিয়ে এখনো সিনেমাটিকে মনে রেখেছেন ভক্তরা। এক যুগেরও বেশি সময় পর ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’র সিকুয়েল ‘কিলবিল সোসাইটি’। ছবির যে বার্তা, তা এ যুগের সঙ্গে বেশ মানানসই। তাই ছবিটিও হিট হতে সময় লাগেনি। ১৩ জুন সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। কিন্তু প্রথম কিস্তির মতো সিকুয়েল কি পারল সেই পুরোনো ভালো লাগার বেশ ফিরিয়ে আনতে?
‘কিলবিল সোসাইটি’ দেখতে বসলে ‘হেমলক সোসাইটি’র কথা বের করতে পারবেন না মাথা থেকে। শুরুর দিকে পরমব্রত ছাড়া তেমন কোনো পরিচিত মুখ নেই। কিন্তু পরবর্তী সময়ে পরমব্রত আর কৌশানির সংলাপ পুরোটাই জুড়ে থাকে টুকরা টুকরা ‘হেমলক সোসাইটি’। তাই যাঁরা প্রথম সিনেমাটি না দেখে ‘কিলবিল সোসাইটি’ দেখার কথা ভাবছেন, তাঁরা একবার দেখে নিতে পারেন প্রথম কিস্তি। তবে সিনেমাটি দেখার পর ‘কিলবিল সোসাইটি’ কতটা উপভোগ্য হবে, প্রশ্নটা এ জায়গাতেই। সিনেমা দেখার সময় আপনার মনে হতেই পারে, খুব কি দরকার ছিল এ সিকুয়েলের? কিংবা তরুণদের মন জয় করে নেওয়া সেই ‘আনন্দ কর’কে এভাবে ফিরিয়ে আনার?

একনজরে
সিনেমা: ‘কিলবিল সোসাইটি’
পরিচালক: সৃজিত মুখার্জি
গল্প ও চিত্রনাট্য: সৃজিত মুখার্জি
স্ট্রিমিং: হইচই
ধরন: রোমান্টিক ড্রামা
রানটাইম: ১ ঘণ্টা ১২ মিনিট
অভিনয়: পরমব্রত চট্টপাধ্যায়, কৌশানী মুখার্জি, বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়‘কিলবিল সোসাইটি’তে কৌশানী ও পরমব্রত। ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক স স ইট

এছাড়াও পড়ুন:

গতির প্রতিযোগিতায় নেমে পিকআপে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল নিয়ে গতির প্রতিযোগিতা করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের সিয়াম হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ