রাজনৈতিক প্রচারে এআইয়ের ভিডিও, রটানো হয় কুৎসাও
Published: 1st, July 2025 GMT
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো ৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সাদা শাড়ি পরা মধ্যবয়সী এক নারী বাজার থেকে ফিরছেন। তখন মাইক্রোফোন হাতে অন্য একজন নারী সাংবাদিক তাঁকে থামিয়ে প্রশ্ন করেন, ‘দিদি, এবার ভোট কোথায় দেবেন?’ জবাবে ওই নারী একটি দলকে ভোট দেওয়ার কথা বলেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, বিকিনি পরা এক নারী দৌড়ে এসে একটি দলকে ভোট দেওয়ার কথা বলছেন। এটা অবশ্য ওই দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।
দুটি ভিডিওই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তথ্য যাচাই বা ফ্যাক্ট চেক উদ্যোগ ডিসমিস ল্যাবের একটি গবেষণা প্রতিবেদন বলছে, বাংলাদেশে এআই দিয়ে তৈরি এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে রাজনৈতিক প্রচার চলছে। পাশাপাশি রাজনৈতিক দলের নেতার নামে কুৎসা রটানো, অপপ্রচার ও ভাবমূর্তির ক্ষতি করার চেষ্টাও চলছে।
ডিসমিস ল্যাব তাদের গবেষণায় গত ১৮ থেকে ২৮ জুন সময়ে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে ৭০টি ভিডিও সংগ্রহ ও বিশ্লেষণ করেছে। এআই দিয়ে তৈরি রাজনৈতিক এসব ভিডিও বিশ্লেষণে তারা দেখেছে, কোনো ক্ষেত্রেই উল্লেখ করা হয়নি যে এগুলো এআই দিয়ে তৈরি। ভিডিওগুলো অনেকটা নিখুঁত। ফলে মানুষের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের ভিডিও দিয়ে ব্যাপকভাবে অপপ্রচার ও কুৎসা রটানোর ঘটনা ঘটতে পারে। কারণ, এ দেশে নিয়মনীতির শিথিলতা রয়েছে। এ ধরনের ভিডিও সহিংসতাও উসকে দিতে পারে।
এ ধরনের অপপ্রচার নির্বাচনকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। এর কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হতে পারে। বি এম মইনুল হোসেন, পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটবাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। ফলে নির্বাচনের বাকি আছে মাত্র সাত মাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বি এম মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, এআই ভিডিওগুলো আশঙ্কাজনক পর্যায়ে চলে গেছে। ভুয়া ভিডিও সাধারণ ব্যবহারকারীর পক্ষে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, এ ধরনের অপপ্রচার নির্বাচনকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। এর কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হতে পারে।
দুই কোটির বেশি ‘ভিউ’
ডিসমিস ল্যাবের বিশ্লেষণ করা ভিডিওগুলো ২ কোটি ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে (ভিউ)। ভিডিওগুলোতে ব্যবহারকারীরা রিঅ্যাকশন (প্রতিক্রিয়া) দিয়েছেন ১০ লাখের বেশি। ডিসমিস ল্যাব তাদের গবেষণায় বলছে, প্রতিটি ভিডিও প্রায় ৩ লাখ ২৮ হাজারবার দেখা হয়েছে এবং ১৭ হাজার রিঅ্যাকশন পেয়েছে, যা এসব আধেয়র (কনটেন্ট) বিস্তার ও প্রভাব সম্পর্কে ইঙ্গিত দেয়।
গবেষণা প্রতিবেদনে ভিডিওগুলোকে ‘সফটফেকের’ কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে। মানে হলো, এতে কৃত্রিমভাবে সাধারণ মানুষের অবয়ব ও কণ্ঠস্বর তৈরি করা হয়েছে। অন্যদিকে ‘ডিপফেক’ হলো একজন ব্যক্তির অবিকল অবয়ব ও কণ্ঠস্বর দিয়ে ভুয়া ভিডিও তৈরি করা।
ডিসমিস ল্যাব এ ভিডিওগুলোর নমুনা এআইয়ের দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে বিশেষজ্ঞ রুম্মান চৌধুরীর কাছে পাঠায় পর্যালোচনার জন্য। তার ই-মেইল প্রতিক্রিয়ায় তিনি ডিসমিস ল্যাবকে বলেন, ‘এগুলো অবশ্যই এমন এক ধরনের ডিপফেক, যা সরাসরি আক্রমণাত্মক না হলেও মাঝামাঝি স্তরে পড়ে। আমি আসলে এটাকে আমাদের পরিচিত ডিপফেকের চেয়েও বেশি বিপজ্জনক মনে করি। কারণ, আমরা এতে কম সতর্ক থাকি।’
ভিডিওগুলোর বেশির ভাগই তৈরি করা হয়েছে সার্চ ইঞ্জিন গুগলের নতুন ভিডিও জেনারেশন টুল ভিইও-৩ ব্যবহার করে, যা ২০২৫ সালের মে মাসে চালু হয়। ডিসমিস ল্যাব বলছে, বিকৃত মুখাবয়ব, অস্বাভাবিক কণ্ঠস্বর ইত্যাদি কারণে আগে এআই দিয়ে তৈরি ভিডিওগুলো সহজেই শনাক্ত করা যেত; কিন্তু ভিইও-৩ দিয়ে তৈরি এআই ভিডিও সহজে শনাক্ত করা যায় না।
কারা ভিডিও তৈরি করছে
ডিসমিস ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এআই দিয়ে ভিডিও তৈরি করে প্রচার সবার আগে শুরু করেছেন জামায়াতে ইসলামীর সমর্থকেরা। গত জুন মাসের মাঝামাঝি সময় থেকে তারা কাজটি শুরু করে। ‘জামায়াত শিবির সাপোর্টার্স’ নামে একটি ফেসবুক পেজে এমন বেশ কিছু ভিডিও পেয়েছে তারা।
ভিডিওগুলোর ওয়াটারমার্ক (জলছাপ) অনুসরণ করে পেজটি পরিচালনাকারীদের খোঁজ পায় ডিসমিস ল্যাব। তাঁরা ডিসমিস ল্যাবকে জানিয়েছেন, এই প্রচার জামায়াতের কেন্দ্রীয় পরিকল্পনার অংশ নয়; বরং দলীয় সমর্থক ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এসব তৈরি করেছেন।
জামায়াতের সমর্থনে বেশ কিছু ভিডিও আসার পর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দলের সমর্থকেরাও এআই দিয়ে ভিডিও তৈরি করে প্রচার করতে শুরু করেন। এমনকি কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায়ও আওয়ামী লীগের সমর্থকদের এ ধরনের ভিডিও ছড়াতে দেখা গেছে।
ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার নীতিমালা অনুযায়ী, এআই দিয়ে তৈরি ভিডিওতে উপযুক্ত লেবেল (এআই দিয়ে তৈরি উল্লেখ করে চিহ্ন) থাকার কথা। ডিসমিস ল্যাবের বিশ্লেষণ করা ৭০টি ভিডিওর একটিতেও তা ছিল না। মেটার অ্যালগরিদমও (স্বয়ংক্রিয় যাচাইয়ের ব্যবস্থা) ভিডিওগুলো শনাক্ত করতে পারেনি।
অন্যদিকে টিকটকেরও বেশ কিছু ভিডিও বিশ্লেষণ করেছে ডিসমিস ল্যাব। টিকটকের ২৬টি ভিডিওর মধ্যে ৯ টিতে ছিল না কোনো লেবেল। বাকি ভিডিওগুলোতে কেবল নিচে সাধারণ একটি সতর্কবার্তা দেখা গেছে বলে গবেষণায় উল্লেখ করেছে ডিসমিস ল্যাব।
‘উদ্যোগ নিতে হবে’
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, গত এপ্রিলের শেষে বাংলাদেশে ইন্টারনেটের গ্রাহক দাঁড়িয়েছে ১৩ কোটির বেশি। মানুষের হাতে হাতে স্মার্টফোন পৌঁছে গেলেও তাঁদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।
‘সফটফেক’ ভিডিও প্রচারণা মোকাবিলায় এখন থেকেই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বি এম মইনুল হোসেন। তিনি বলেন, এআই–নির্ভর প্রোপাগান্ডা প্রতিরোধ করার জন্য নির্বাচন কমিশনকে এখন থেকেই একটি সেল গঠনের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ডিজিটাল প্রচারণা বাড়াতে হবে। এ বিষয়ে বেসরকারি সংস্থা এবং নির্বাচনী দলগুলোকেও এগিয়ে আসতে হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ত ক এ ধরন র এআই দ য় ব যবহ র ফ সব ক র সমর
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরের ম্যারিনেট গাজা জলসীমা থেকে কত দূরে
দ্য ম্যারিনেট। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের নৌযান। নৌযানটি এখনো ফিলিস্তিনের গাজা অভিমুখী যাত্রা অব্যাহত রেখেছে। আজ শুক্রবার আল-জাজিরার অনলাইনে এই তথ্য জানানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, একমাত্র দ্য ম্যারিনেটকেই এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। বহরের বাকি নৌযানগুলোকে তারা ইতিমধ্যে আটক করেছে।
দ্য ম্যারিনেট পোল্যান্ডের পতাকাবাহী নৌযান। তবে নৌযানটির মালিকের বিষয়ে নিশ্চিত তথ্য কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়, দেখুন লাইভ ট্র্যাকারেনৌযানটিতে ছয়জন আরোহী আছেন। এই আরোহীদের মধ্যে একজন তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু। তিনি আজ নৌযানটি থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।’
ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্যের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আজ ভোরের দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলছিল ম্যারিনেট। এ সময় সূর্যোদয় হচ্ছিল।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে ম্যারিনেটের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩ দশমিক ৭৮ নট। (ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার)। নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিলোমিটার) দূরে অবস্থান করছিল।
আরও পড়ুনগ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী১৩ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েলইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই ম্যারিনেটকে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নৌযানটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। তবে তা ঠিক করা হয়েছে। নৌযানটি গাজা অভিমুখে চলছে।
ফ্লোটিলা আয়োজকেরা জানিয়েছেন, বহরের ৪২টি নৌযানকে অবৈধভাবে আটকানো হয়েছে। আরোহীদের আটক হয়েছে। তবে তা সত্ত্বেও ম্যারিনেট পিছু হটছে না।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৯ ঘণ্টা আগেআরও পড়ুনইসরায়েল ‘জলদস্যুর কাজ’ করেছে: এরদোয়ান১৪ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়, ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।
ম্যারিনেট নৌযান এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত আছে বলে জানিয়েছে ফ্লোটিলা আয়োজকেরা।
আরও পড়ুনসুমুদ ফ্লোটিলার আটক অধিকারকর্মীরা ২ ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছতে পারেন২০ ঘণ্টা আগে