হাতিয়ায় সোনার গয়না ও অস্ত্র উদ্ধার, ডাকাতির ঘটনায় জড়িত চারজন আটক
Published: 1st, July 2025 GMT
নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত তিন ব্যক্তি ও একজন স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশের যৌথবাহিনী। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হাতিয়ার বুড়ির চরে এই অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ ভরি সোনার গয়নাও উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের পক্ষ থেকে অভিযানের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ বলেন, সোমবার গভীর রাতে হাতিয়ার বুড়ির চরে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে এলাকার ডাকাত দল শামীম বাহিনীর ৩ সদস্য সোহেল উদ্দিন (২৩), সুমন উদ্দিন ( ৩০) ও পারুল বেগমকে (৩২) আটক করা হয়।
হারুন অর রশিদ বলেন, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, ২ বোতল চেতনানাশক ওষুধ, ২ ভরি ১২ আনা ওজনের তামার ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া চুড়ি এবং ১০ ভরি ১০ আনা রূপা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজারের প্রিয়া জুয়েলার্স থেকে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় চোরাই মালামাল মজুত রাখার অভিযোগে ওই জুয়েলার্সের মালিক উজ্জ্বল বণিককে (৪২) আটক করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়,আটক তিন ডাকাতের বাড়ি হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নে। আর স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওছখালী বাজার এলাকায়।আসামিদের আজ বিকেলে আইনি প্রক্রিয়া শেষ করে হাতিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স বর ণ
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি