ক্যামেরাম্যানই নাকি কাব্য মারানকে খুঁজে নেন
Published: 1st, July 2025 GMT
আইপিএলের সময় ভিআইপি গ্যালারিতে কাব্য মারান চুপচাপ বসে আছেন, এমন দৃশ্য আপনি কমই দেখবেন। তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ ভালো করলে বা জিতলে তিনি হাসেন, লাগাতার দিতে থাকেন করতালি। উইকেট পড়লে বা দল হেরে গেলে হতাশাও প্রকাশ করতে দেখা যায়। এ ধরনের দৃশ্য হায়দরাবাদের প্রতি ম্যাচেই ক্যামেরায় ধরা পড়ে।
সে কারণেই কাব্য মারান ক্রিকেট বা বলিউড তারকাদের মতোই আলোচিত। দলের প্রতি নিজের এই আবেগ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন কাব্য। জানিয়েছেন, ক্যামেরাম্যানই তাঁকে খুঁজে বের করেন।
ইনসাইড স্পোর্টসে কাব্য বলেছেন, ‘আপনি যে আবেগ দেখছেন, সেটা একেবারে কাঁচা আবেগ। আমার কাজটাই এমন যে আমাকে সামনে আসতে হয়, চাই বা না চাই। হায়দরাবাদে তো কিছুই করার থাকে না—ওখানেই বসে থাকতে হয়। আহমেদাবাদ বা চেন্নাইতেও যখন অনেক দূরে কোনো বক্সে বসে থাকি, তখনো ক্যামেরাম্যান ঠিকই আমাকে খুঁজে বের করে। বুঝতে পারি, সেখান থেকেই মিম বানানো শুরু হয়।’
কাব্য মারান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান