ফেসবুকে পরিচয়-প্রেম, চলনবিলে ঘুরতে এসে ধর্ষণের শিকার কলেজছাত্রী
Published: 1st, July 2025 GMT
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক কলেজছাত্রী (১৯) বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন। গত শনিবার (২১ জুন) তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চলনবিলে এ ঘটনা ঘটে। ঘটনার ৬ দিন পর শুক্রবার (২৭ জুন) ভুক্তভোগী কলেজছাত্রী প্রেমিক আরিফ হোসেনকে আসামি করে তাড়াশ থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার একমাত্র আসামি প্রেমিক আরিফ তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
মামলা সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রায়গঞ্জ উপজেলার এক কলেজছাত্রীর সঙ্গে তাড়াশ উপজেলার আরিফ হোসেনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠে। গত ২১ জুন আরিফ ওই কলেজছাত্রীকে চলনবিলের তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯ নম্বর ব্রিজ এলাকায় বেড়াতে আসতে বলেন। প্রেমিকের কথা মতো ওই দিন সকালে ভুক্তভোগী কলেজছাত্রী নির্ধারিত স্থানে পৌঁছান। পরে আরিফ ওই কলেজছাত্রীকে নিয়ে চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। একপর্যায়ে আরিফ ওই কলেজছাত্রীকে নিয়ে চরহামকুড়িয়া গ্রামে এক বৃদ্ধার বাড়িতে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কান্নাকাটি করলে প্রেমিক আরিফ সেখান থেকে কৌশলে পালিয়ে যান। তারপর থেকে আরিফকে খুঁজে না পেয়ে ২৭ জুন শুক্রবার তাড়াশ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি সমকালকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ উপজ ল র চলনব ল
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।