পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন। এর অংশ হিসেবে সোনারগাঁয়ে ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার বকুল তলা টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের বরাদ্দ কৃত জায়গায় বৃক্ষ রোপন করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ টুরিস্ট পুলিশের ইনচার্জ দেলেয়ার হোসেনের সভাপতিত্বে উদ্ধোধক হিসাবে উপস্থিতি ছিলেন ঢাকা রিজিয়নের পুলিশ সুপার,(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো.

মোখলেছুর রহমান রহমান, পিপিএম।

আরো উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ,সোনারগাঁ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদ রানা,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,মহাসচিব মীযানুরন রহমান, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রচার সম্পাদক মোক্তার হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সামিম আহমেদ, মোগরাপারা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ বাবুল হোসেন অন্যানা ফোর্স সদস্যসহ প্রমুখ।

ঢাকা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মোখলেছুর রহমান রহমান পিপিএম বলেন, "টুরিস্ট পুলিশ টুরিস্টদের সেবা ও নিরাপত্তা নিয়ে কাজ করে। টুরিস্ট স্পর্ট গুলোর নিরাপত্তা জন্য কাজ করে।তার সাথে সাথে পরিবেশ নিয়ে কাজ করতে চাই।

পর্যটন যে শিল্প এটা পরিবেশের উপর অনেক নির্ভরশীল করে কারণ কোথায় যদি ভালো না থাকে পরিবেশ উপযোগী না থাকে সেক্ষেত্রে পর্যটকরা সে এলাকায় যায় না।এই জন্য আমরা পরিবেশ নিয়ে কাজ করতে চাই।

আমাদের বৃক্ষ রোপন পরিবেশ কে সুন্দর রাখতে চাই তার একটি অংশ।আমাদের বৃক্ষরোপন এখানে যে সীমাবন্ধ না থাকে এর পরিচর্যার দিকে নজর রাখিতে হবে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ পর ব শ ক জ কর স ন রগ রহম ন

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৩ আগস্ট) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

সকাল ৯ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী একজন যুবকের মরদেহ পানিতে ভেসে উঠলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

অপরদিকে, সকাল সাড়ে ৯টায় চিটাগাংরোডস্থ শিমরাইল মোড় এলাকায় গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হয়।

লাকি আক্তার (৩৫) শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, গৃহবধূ লাকি নিজের স্বামীকে রেখে নিরব নামে আরেক প্রতিবেশীর বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় ৬ মাস ধরে যাতায়াত করছিলেন। মঙ্গলবার রাতেও তিনি নিরবের বাসায় যান। ওই বাসার সামনেই মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত লাকি আক্তারের মরদেহ উদ্ধার করতে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহত নারীর স্বামীর নাম রুবেল মিয়া। তিনি নিজের স্বামীর পরিবর্তে নিরব নামে আরেক যুবকের সঙ্গে থাকছিল। আমরা ওই নিরবের বাসা থেকে মরদেহটি উদ্ধার করেছি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “গৃহবধূ লাকি আক্তার নিরব নামক আরেক ব্যক্তির বাসায় ছিল। আশপাশের মানুষ জানিয়েছে, এই নারী দীর্ঘ ৬-৭ মাস ধরে নিরবের সঙ্গে পরকীয়া সম্পর্ক রেখে তার বাসায় যাতায়াত করতো। তার ধারাবাহিকতায় রাতেও এসেছিল।”

তিনি বলেন, “মরদেহ উদ্ধার হয়েছে। তবে পরকীয়া প্রেমিক নিরব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।”
 

ঢাকা/অনিক/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়ার জন্মদিনে সোনারগাঁও উপজেলা বিএনপির দোয়া মাহফিল
  • মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট পাথর ডেমরা থেকে উদ্ধার
  • নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব আদালতের
  • সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মামুন ও রনি আহত 
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা
  • জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি ঘোষণা 
  • ফতুল্লায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
  • বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
  • নারায়ণগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার