‘ভয়ংকর’ মোস্তাফিজকে নিয়ে পরিষ্কার পরিকল্পনা আছে শ্রীলঙ্কার
Published: 1st, July 2025 GMT
আইপিএল খেলতে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে আইপিএলেই পাওয়া চোটের কারণে পড়ে খেলা হয়নি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। মোস্তাফিজ আবার ক্রিকেটে ফিরছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। দলটির বিপক্ষে মোস্তাফিজের রেকর্ডও বেশ ভালো। সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল।
এখন পর্যন্ত ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ইকোনমিটাও ভালো, ওভারপ্রতি ৫.
কলম্বোয় আজ সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা বলেছেন, ‘মোস্তাফিজ দারুণ বোলার। সে আগেও তা প্রমাণ করেছে। বাংলাদেশের হয়ে অনেক উইকেট পেয়েছে। আমাদের তাকে নিয়ে একটা পরিষ্কার পরিকল্পনা আছে। আমরা জানি সে কতটা ভয়ংকর হতে পারে।’
ওয়ানডে সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে ১২টি জয় বাংলাদেশের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ দুটি দুটি ওয়ানডে সিরিজই জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে দুটি সিরিজই ২–১ ব্যবধানে জিতেছে এর আগে কখনো শ্রীলঙ্কাকে সিরিজ হারাতে না পারা বাংলাদেশ।
মোস্তাফিজুর রহমানউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুদ্ধে আটকে পড়া ২৮ বাংলাদেশি ইরান থেকে দেশে ফিরলেন
যুদ্ধের সময় ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরেছেন। আমিরাতের দুবাই ও পাকিস্তান হয়ে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসব বাংলাদেশি বিভিন্ন জেলার বাসিন্দা।
বিমানবন্দর প্রবাসীকল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন সমকালকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তারা দেশে ফিরতে সক্ষম হন।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, গত ১৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হলে তেহরানে আটকা পড়েন এসব বাংলাদেশি। ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর পর থেকেই তারা বিপাকে ছিলেন। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে দেশে ফেরার পথ তৈরি হয়।