ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে "সবার আগে বাংলাদেশ“ এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় মাঠে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড.

মাহফুজুর রহমান হূমায়ুন।

এতে ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি মোস্তাফা কামাল, সদস্য রিয়াদ ভূইয়া কিরণ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান মিঠু, ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গাছ আমাদের উপকারী বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অনেক। গাছ আমাদের অক্সিজেন, ফুল, ফল সহ নানা উপহার দেয়। তাই সবাইকে বেশি করে গাছ লগানোর পরামর্শ দেন বক্তার।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে এআইবিএল ফার্স্ট ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৪ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় এ মিউচুয়াল ফান্ডের ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১৬ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর কমেছে ১৪.৫৫ শতাংশ। এর আগের সপ্তাহে এ মিউচুয়াল ফান্ডের ইউনিটের সমাপনী মূল্য ছিল ৫.৫০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে মিউচুয়াল ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪.৭০ টাকা। এর ফলে মিউচুয়াল ফান্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

‘‎নির্বাচনের খবরে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন’

মার্জিন ঋণ নিয়ে গুজব, পুঁজিবাজারে ধারাবাহিক পতন

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ফান্ডের ১২.৬৬ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ১১.৫৪ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ১১.২৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১০.৫৩ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের ১০.৪২ শতাংশ, নূরানী ডাইংয়ের ৯.৬৮ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৯.৫৮ শতাংশ, পিপলস লিজিংয়ে ৯.৫২ শতাংশ ও এসইএমএল এফবিএলএসএল ফান্ডের ৯.০৯ শতাংশ শেয়ার দর কমেছে।
 

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ