গত ১২ জুন ভারতীয় ধনকুবের সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু হয় যুক্তরাজ্যে। মৃত্যুর সময় তিনি পোলো খেলছিলেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, খেলার মধ্যে তাঁর মুখে একটি মৌমাছি ঢুকে যায়। আর এরপর মারা যান তিনি। সত্যিই কি মৌমাছি গিলে ফেলার কারণে মৃত্যু হয়েছিল তাঁর?
ধারণা করা হচ্ছে, মৌমাছি মুখে ঢুকে যাওয়ার কারণেই সঞ্জয়ের হার্ট অ্যাটাক হয়। তিনি ছিলেন ভারতের একটি গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক কোম্পানির চেয়ারম্যান। তাঁর মৃত্যুর কারণ জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে কথা বলেছিল ফক্স নিউজ ডিজিটাল। তবে তাঁদের কাছ থেকে নিশ্চিত কোনো উত্তর মেলেনি।

এই ধনকুবেরের স্ত্রী ছিলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। ১১ বছরের দাম্পত্য শেষে যে সম্পর্ক বিচ্ছেদে গড়ায়।

সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমা কাপুর.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ না দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২৭.৫০) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (২৮.৫৫) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৭৪.৩৬) টাকা।

২০১৮ সালের পর থেতে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনে কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ