নতুন শতাব্দীর শুরুতে একের পর এক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল সুপারহিরো ব্লকবাস্টার সিনেমা। প্রশ্ন উঠেছিল বক্স অফিস সামনে রেখে বিশ্বব্যাপী কি সিনেমার গল্পে বড় ধরনের কোনো পরিবর্তন হতে যাচ্ছে? পরবর্তী সময়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ঘিরে সিনেমার টিকে থাকা নিয়ে জোরেশোরে আলোচনা তৈরি হয়। প্ল্যাটফর্মগুলো দর্শকদের হাতের মুঠোয় নিয়ে আসে সিনেমা। তথ্যপ্রযুক্তি ঘিরে পরিবর্তন আসে সিনেমার গল্পে। এভাবে গত ২৫ বছর নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে সিনেমার গল্পকে। এ সময় সিনেমার উত্থানে সত্যিকারভাবে কালজয়ী সিনেমা নির্মাণের ধারা কেমন ছিল? সময়ের সঙ্গে কতটা বদলেছে সিনেমা। এ সময় দর্শক–সমালোচকদের তালিকায় কোন সিনেমাগুলো জায়গা পেয়েছে?

২০০০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে সেরা ১০০ সিনেমার একটি তালিকা তৈরি করেছে দ্য নিউইয়র্ক টাইমস। এ তালিকা তৈরিতে সহায়তা করেছেন ৫০০ চলচ্চিত্র নির্মাতা। এসব চলচ্চিত্র নির্মাতার তালিকায় ছিলেন অস্কারজয়ী পেড্রো আলমোদোভার, সোফিয়া কপোলা, ব্যারি জেনকিন্স, গুইলারমো দেল তোরোর মতো বিখ্যাত পরিচালকেরা। শুধু তাই নয়, এই তালিকা তৈরিতে আরও ছিলেন তারকা, সিনেমাপ্রেমীরা, যাঁরা ১০টি সিনেমাকে ভোট দিয়েছেন। সেই তালিকা থেকেও নির্বাচিত করা হয়েছে সেরা ১০০ সিনেমার তালিকা।

বং জুন–হো পরিচালিত ‘প্যারাসাইট’.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ না দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২৭.৫০) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (২৮.৫৫) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৭৪.৩৬) টাকা।

২০১৮ সালের পর থেতে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনে কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ