বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “কিছু দল ব্যক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা বুঝে হোক, না বুঝে হোক, নির্বাচন চায় না।”

বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখা।

আরো পড়ুন:

শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে: প্রসিকিউটর

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ কেউ বলে, এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতায় বসার জন্য আমরা আন্দোলন করিনি। কিন্তু, স্বৈরতন্ত্র বিদায় করে গণতন্ত্র আনা হলো, একটা নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় আসবে। জনগণ যাদের চায়, তারাই আসবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন—ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ  অনেকে।

ঢাকা/অনিক/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ

এছাড়াও পড়ুন:

মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন

সোনারগাঁয়ের মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সোনারগাঁ পৌরসভা শাখা।

শুক্রবার দুপুরে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করার পর  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাঁতীদল সোনারগাঁ পৌরসভা শাখার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল।

বিশেষ অতিথি ছিলেন তাঁতীদল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির।

এ সময় স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, স্বেচ্ছাসেবক দল সোনারগাঁ থানা শাখার সাবেক ১ম যুগ্ম-আহবায়ক হাজী রুহুল আমিন, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু, তাঁতী দল নেতা শাহানাজ বেগম, শাহীন মিয়া, ছাত্রদল সোনারগাঁ সরকারী কলেজ শাখার সভাপতি আমিনুল ইসলাম প্রধান, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবক দল নোয়াগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া, সানান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, আল আমিন অভি, সোহেল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বৈদ্যেরবাজার জামে মসজিদের ইমাম হাফেজ ক্কারী মাহমুদ উল্লাহ বেগম খালেদ জিয়ার সুস্থ্যতা কামনা, ৭১ এর মুক্তিযুদ্ধের শহীদ, ৯০ এর গণআন্দোলন ও ২৪ এর গনঅভ্যুত্থানের শহীদরে রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ধ্রুব সাহিত্য পরিষদ’র ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
  • বন্দর থানা যুব ফেডারেশনের আহ্বায়ক পলাশ, সদস্য সচিব রিয়াদ
  • সরকার উৎখাতের যড়যন্ত্রের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
  • খালেদা জিয়াকে কারাগারে ফুড পয়জনে হত্যার চেষ্টা করা হয়েছিল: পিন্টু
  • খালেদা জিয়ার জন্মদিনে সোনারগাঁও উপজেলা বিএনপির দোয়া মাহফিল
  • মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ‘অনুপ্রবেশ’কে হাতিয়ার করতে চাইছেন মোদি
  • হংকংয়ের কারাবন্দী নেতা জিমি লাইকে ‘রক্ষায়’ জোর চেষ্টা চালাবেন ট্রাম্প
  • ৩১ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনায় ডিইউজের উদ্বেগ
  • বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা