বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “কিছু দল ব্যক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা বুঝে হোক, না বুঝে হোক, নির্বাচন চায় না।”

বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখা।

আরো পড়ুন:

শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে: প্রসিকিউটর

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ কেউ বলে, এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতায় বসার জন্য আমরা আন্দোলন করিনি। কিন্তু, স্বৈরতন্ত্র বিদায় করে গণতন্ত্র আনা হলো, একটা নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় আসবে। জনগণ যাদের চায়, তারাই আসবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন—ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ  অনেকে।

ঢাকা/অনিক/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ

এছাড়াও পড়ুন:

মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার  বিভিন্ন দুর্গাপুজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করেন ও দুর্গাপুজার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ।

বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আড়াইহাজার উপজেলার ২৩টি পুজা মন্ডব পরিদর্শন করেন তারা। এ সময় নেতৃবৃন্দরা আড়াইহাজার উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা , বিভিন্ন মন্দির কমিটি, পুজা কমিটি ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে দুর্গাপুজার শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সার্বিক  সহযোগিতা কামনা করেন।  

নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও আড়াইহাজারের সভাপতি  সাংবাদিক হারাধন চন্দ্র দে , সাধারণ সম্পাদক দুলাল রায়ের, সাংগঠনিক সম্পাদক সুকান্ত ভৌমিক অটলের, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর'র নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রদীপ কুমার দাস, জেলার সহ সভাপতি রমাকান্ত সরকার, রূপগঞ্জ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, রূপগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য নিমাই চন্দ্র চন্দ, বিপুল পোদ্দার, সুজিত ভৌমিত, প্রবাস বিশ্বাস, বন্দর উপজেলা ঐক্য পরিষদের  সাধারণ সম্পাদক সুজন দাস, আড়াইহাজারের পৌর কমিটির সভাপতি নিত্যানন্দ সেন, কোষাধ্যক্ষ শীতল ভৌমিক, লক্ষন ভৌমিক, রূপগঞ্জ উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বাবুল শীল, সাধারণ সম্পাদক প্রনব পাল, সমর দাস, সমাপ্ত সরকার, নৃপেন বিশ্বাস, রাজীব দাস, বন্দর ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তুলশী ঘোষসহ নেতৃবৃন্দ। 
এছাড়া নেতৃবৃন্দ রাত ৭ টা হতে গভীর রাত পর্যন্ত রূপগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার অষ্টমী পুজার দিন সোনারগাঁ উপজেলার ৩১টি ও বন্দর উপজেলার ২২ টি পুজা মন্ডপ পরিদর্শন করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • কুমিল্লায় ড্যাবের এক নেতার বিরুদ্ধে আরেক নেতার অনুসারীদের মানববন্ধন
  • জুলাই সনদের দ্রুত আইনি ভিত্তি দিতে হ‌বে: মাওলানা ইমতিয়াজ
  • গণঅভ্যুত্থানে হত্যায় বিএনপি নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে বিক
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • জনগণের দাবি অবজ্ঞা করবেন না: খেলাফত মজ‌লিস
  • পিআরের নামে জামায়াত ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে: কায়সার কামাল
  • রাষ্ট্রকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে না দেওয়ার আহ্বান তানিয়া রবের