কিছু দল হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে: দুদু
Published: 2nd, July 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “কিছু দল ব্যক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা বুঝে হোক, না বুঝে হোক, নির্বাচন চায় না।”
বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখা।
আরো পড়ুন:
শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে: প্রসিকিউটর
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ কেউ বলে, এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতায় বসার জন্য আমরা আন্দোলন করিনি। কিন্তু, স্বৈরতন্ত্র বিদায় করে গণতন্ত্র আনা হলো, একটা নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় আসবে। জনগণ যাদের চায়, তারাই আসবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন—ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অনেকে।
ঢাকা/অনিক/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নারায়ণগঞ্জ মহানগর শাখার ১৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ ও প্রধান সংগঠন নাঈম আহমদ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আজহার উদ্দিন শুভকে আহ্বায়ক, রাকিবুল হাসান রোকনকে সিনিয়র যুগ্ম- আহ্বায়ক ও নাহিদা সুলতানা উর্মিকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।
একই কমিটিতে যুগ্ম-আহ্বায়কের পদে ৬ জন, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ২, যুগ্ম-সদস্যসচিব ৬ এবং ১১৯ জনকে সদস্য রাখা হয়েছে।