চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় মঙ্গলবার রাতে মাদক কারবারে বাধা দেওয়ায় হামলা হয়েছে। এতে ছাত্রশিবিরের চার নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন– কালিয়াইশ ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি রাকিব আহমেদ জিহাদী, মো. সাকিব, আব্দুর রহমান ও শামসুর রহমান। তারা স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার থানায় মামলা করেছেন সাকিবের বাবা আবুল হাশেম। এতে যুবলীগ নেতা মিনার, ইউছুফ ও গিয়াসের নামে এবং অজ্ঞাতপরিচয় অন্তত ১২ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আহত রাকিব আহমেদ জানান, মঙ্গলবার রাতে তারা উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সামনের টার্ফে ফুটবল খেলে ফিরছিলেন। পথে স্থানীয় যুবলীগ নেতা মিনার চৌধুরীসহ তিনজনকে মাদক সেবন করতে দেখেন। বাধা দিলে প্রথমে গালাগাল, পরে মিনার ফোন করে লোক এনে লোহার পাইপ দিয়ে মারধর করেন।

উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সংগঠনের কোনো পদে মিনার চৌধুরী নামে কেউ নেই। আমি তাকে চিনিও না।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম জানান, মাদক ও যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিদিন তারা অভিযান চালাচ্ছেন। মঙ্গলবার রাতে হামলার ঘটনায় মিনারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইন্দোনেশিয়া ফেরিডুবি: ৪ জনের লাশ উদ্ধার, বহু নিখোঁজ

ইন্দোনেশিয়ার বালিতে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে অনেকে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিবিসি জানায়, ফেরিটিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। এটি জাভা দ্বীপের পূর্ব উপকূলের বানিউওয়াঙ্গি থেকে বালির পথে যাচ্ছিলো। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২০ মিনিটে ফেরিটি ডুবে যায়।

বিস্তারিত আসছে...

আরো পড়ুন:

ঘূর্ণিঝড় দানা: শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ 

নৌকায় ফেরির ধাক্কা: কর্ণফুলীতে নিখোঁজ কাজলের লাশ উদ্ধার

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ