সাতকানিয়ায় মাদক কারবারিদের হামলায় চারজন আহত
Published: 2nd, July 2025 GMT
চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় মঙ্গলবার রাতে মাদক কারবারে বাধা দেওয়ায় হামলা হয়েছে। এতে ছাত্রশিবিরের চার নেতাকর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন– কালিয়াইশ ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি রাকিব আহমেদ জিহাদী, মো. সাকিব, আব্দুর রহমান ও শামসুর রহমান। তারা স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার থানায় মামলা করেছেন সাকিবের বাবা আবুল হাশেম। এতে যুবলীগ নেতা মিনার, ইউছুফ ও গিয়াসের নামে এবং অজ্ঞাতপরিচয় অন্তত ১২ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আহত রাকিব আহমেদ জানান, মঙ্গলবার রাতে তারা উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সামনের টার্ফে ফুটবল খেলে ফিরছিলেন। পথে স্থানীয় যুবলীগ নেতা মিনার চৌধুরীসহ তিনজনকে মাদক সেবন করতে দেখেন। বাধা দিলে প্রথমে গালাগাল, পরে মিনার ফোন করে লোক এনে লোহার পাইপ দিয়ে মারধর করেন।
উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সংগঠনের কোনো পদে মিনার চৌধুরী নামে কেউ নেই। আমি তাকে চিনিও না।
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম জানান, মাদক ও যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিদিন তারা অভিযান চালাচ্ছেন। মঙ্গলবার রাতে হামলার ঘটনায় মিনারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদরা ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রায় ঘোষণা শেষে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বিস্তারিত আসছে...
ঢাকা/রফিক