চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় মঙ্গলবার রাতে মাদক কারবারে বাধা দেওয়ায় হামলা হয়েছে। এতে ছাত্রশিবিরের চার নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন– কালিয়াইশ ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি রাকিব আহমেদ জিহাদী, মো. সাকিব, আব্দুর রহমান ও শামসুর রহমান। তারা স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার থানায় মামলা করেছেন সাকিবের বাবা আবুল হাশেম। এতে যুবলীগ নেতা মিনার, ইউছুফ ও গিয়াসের নামে এবং অজ্ঞাতপরিচয় অন্তত ১২ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আহত রাকিব আহমেদ জানান, মঙ্গলবার রাতে তারা উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সামনের টার্ফে ফুটবল খেলে ফিরছিলেন। পথে স্থানীয় যুবলীগ নেতা মিনার চৌধুরীসহ তিনজনকে মাদক সেবন করতে দেখেন। বাধা দিলে প্রথমে গালাগাল, পরে মিনার ফোন করে লোক এনে লোহার পাইপ দিয়ে মারধর করেন।

উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সংগঠনের কোনো পদে মিনার চৌধুরী নামে কেউ নেই। আমি তাকে চিনিও না।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম জানান, মাদক ও যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিদিন তারা অভিযান চালাচ্ছেন। মঙ্গলবার রাতে হামলার ঘটনায় মিনারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ