নোটিশ গ্রহণ না করায় সাবেক এমপির বাড়ির ফটকে নোটিশ ঝুলাল দুদক
Published: 10th, July 2025 GMT
মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করতে আসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। বাড়িতে কেউ না থাকায় নোটিশটি মাদারীপুর হরিকুমারিয়া এলাকায় শাজাহান খানের বাসভবনের দরজায় ঝুলিয়ে দেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় থানা পুলিশ, পৌরসভার প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গসহ মোট পাঁচজনের সাক্ষ্য নেয় দুদক। আগামী ৩৬ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে বলা হয় চিঠিতে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানায় দুদক।
জানা গেছে, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের অবৈধ সম্পদের সন্ধান পায় দুদক। সম্পদ বিবরণী দাখিল করার জন্য তাকে নোটিশ দেয় সংস্থাটি। কিন্তু শাজাহান খানের বাড়িতে কেউ না থাকায় নোটিশটি স্বাক্ষর করে গ্রহণ করার মত কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। ফলে দুদক কর্মকর্তা জুয়েল আহমেদ স্বাক্ষরিত একটি নোটিশ বাড়ির মূল দরজায় ঝুলিয়ে দেওয়া হয়।
ঐশী খান শাজাহান খানের একমাত্র মেয়ে ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের স্ত্রী।
দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত, কারণ অনিবার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজ মঙ্গলবারের (১৪ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। গতকাল সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠাতব্য ১৪ অক্টোবরের প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৩ খ্রিষ্টাব্দের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষা এবং প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের স্থগিত পরীক্ষা (গণিত (১৩৩৭০৩)/ উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক (১৩৪৫০২) ৬ষ্ঠ পত্র) আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ১৯ আগস্ট ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে। এ ছাড়া প্রফেশনাল কোর্সের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়।