বাংলাদেশ–নেদারল্যান্ডস টি–টোয়েন্টি সিরিজ কবে, কোথায়
Published: 4th, August 2025 GMT
চূড়ান্ত হলো নেদারল্যান্ডসের বাংলাদেশ সফরের সূচি। ভারত এ মাসের বাংলাদেশ সফর স্থগিত করার পর নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ–নেদারল্যান্ডস তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচিই আজ প্রকাশ করেছে বিসিবি।
৩০ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। ১ ও ৩ সেপ্টেম্বর হবে পরের দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ভারত সফর স্থগিত করার পর পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছিলেন এশিয়া কাপের আগে একটি সিরিজ হলে ভালো হয়। সিরিজ আয়োজনের চেষ্টা ছিল বিসিবিরও। তাঁদের ডাকে সাড়া দিয়ে তিন ম্যাচের সিরিজ খেলতে ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস।
বাংলাদেশ–নেদারল্যান্ডস সিরিজ সূচিআরও পড়ুনএশিয়া কাপের প্রাথমিক দলে সৌম্য৫৫ মিনিট আগেএই সিরিজের আগে আগামী পরশু থেকে একটি প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। শুরুতে নাথান কেলির অধীনে হবে ফিটনেস ক্যাম্প। এরপর ১১ আগস্ট প্রধান কোচ ফিল সিমন্স বাংলাদেশে ফিরে আসার পর শুরু হবে স্কিল ক্যাম্প। লম্বা ওই ক্যাম্পে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড ও মনোবিদ ডেভিড স্কটকে আনছে বিসিবি।
২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত সূচনা বাংলাদেশের
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। যে শ্রীলঙ্কার জয়ে ভর করে বাংলাদেশ সুপার ফোরে এসেছে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে তাদেরই হারিয়ে দিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ভর করে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে যদিও শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই নুয়ান থুশারার বলে বোল্ড হয়ে ফিরেন তানজিদ হাসান। সেখান থেকে লিটন দাস ও সাইফ মিলে ৫৯ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। ৬.৩ ওভারের মাথায় দলীয় ৬০ রানের সময় লিটন ফিরেন ১৬ বলে ৩ চারে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলে।
আরো পড়ুন:
বাংলাদেশের ক্যাচ মিসের মহড়ায় শ্রীলঙ্কার লড়াকু সংগ্রহ
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
এরপর তৃতীয় উইকেটে সাইফ ও হৃদয় গড়েন ৫৪ রানের জুটি। তাতে বাংলাদেশ জয়ের ভিত আরও দৃঢ় হয়। ১১৪ রানের মাথায় সাইফ একটি বাজে শট খেলে আউট হন। যাওয়ার আগে ৪৫ বলে ২টি চার ও ৪ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে যান।
ঢাকা/আমিনুল