মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের ‘থর’ চরিত্রটি বলতেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল হাতুড়ি হাতে এক নরডিক দেবতার ঝড় তোলা অবয়ব। আর এই চরিত্রের প্রাণ অস্ট্রেলীয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। তবে সুপারহিরো খোলস ছেড়ে এখন তিনি মন দিয়েছেন বিজ্ঞানে। মুখোমুখি হচ্ছেন এমন সব চ্যালেঞ্জের, যা সুপারহিরোর খলনায়কদের চেয়েও ভয়ংকর।
ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্যচিত্র সিরিজ ‘লিমিটলেস’-এর দ্বিতীয় মৌসুমেও ফিরেছেন হেমসওয়ার্থ। এবারও নতুন চোখে জীবনকে বোঝার চেষ্টা করেছেন ৪১ বছর বয়সী এই তারকা। নিজের ভয়কে জয় করাই তাঁর এবারের মূল লক্ষ্য।

‘প্রথম মৌসুমটা আমাকে প্রায় মেরে ফেলেছিল। তখন ভেবেছিলাম, আর না!’ বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেন অস্ট্রেলিয়ান অভিনেতা। প্রথম মৌসুমে তিনি যেসব কঠিন চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন, তার মধ্যে ছিল ফ্রি-ডাইভিং, উপবাস, স্ট্রেস ট্রেনিং, মাটির ৯০০ ফুট ওপর ক্রেন ধরে হাঁটা—যেগুলোর উদ্দেশ্য ছিল বার্ধক্য প্রতিরোধ।

‘লিমিটলেস’–এ ক্রিস হেমসওয়ার্থ। ছবি: ডিজনি প্লাস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মৃত্যু এড়ানোর পথ এখনো কেউ খুঁজে পায়নি, ভবিষ্যতেও পাবে না’

মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের ‘থর’ চরিত্রটি বলতেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল হাতুড়ি হাতে এক নরডিক দেবতার ঝড় তোলা অবয়ব। আর এই চরিত্রের প্রাণ অস্ট্রেলীয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। তবে সুপারহিরো খোলস ছেড়ে এখন তিনি মন দিয়েছেন বিজ্ঞানে। মুখোমুখি হচ্ছেন এমন সব চ্যালেঞ্জের, যা সুপারহিরোর খলনায়কদের চেয়েও ভয়ংকর।
ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্যচিত্র সিরিজ ‘লিমিটলেস’-এর দ্বিতীয় মৌসুমেও ফিরেছেন হেমসওয়ার্থ। এবারও নতুন চোখে জীবনকে বোঝার চেষ্টা করেছেন ৪১ বছর বয়সী এই তারকা। নিজের ভয়কে জয় করাই তাঁর এবারের মূল লক্ষ্য।

‘প্রথম মৌসুমটা আমাকে প্রায় মেরে ফেলেছিল। তখন ভেবেছিলাম, আর না!’ বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেন অস্ট্রেলিয়ান অভিনেতা। প্রথম মৌসুমে তিনি যেসব কঠিন চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন, তার মধ্যে ছিল ফ্রি-ডাইভিং, উপবাস, স্ট্রেস ট্রেনিং, মাটির ৯০০ ফুট ওপর ক্রেন ধরে হাঁটা—যেগুলোর উদ্দেশ্য ছিল বার্ধক্য প্রতিরোধ।

‘লিমিটলেস’–এ ক্রিস হেমসওয়ার্থ। ছবি: ডিজনি প্লাস

সম্পর্কিত নিবন্ধ