জয়াসুরিয়ার রেকর্ড হয়নি, হয়েছিল শ্রীলঙ্কার
Published: 7th, August 2025 GMT
২৮ বছর আগের ৬ আগস্ট।
পুরো শ্রীলঙ্কাই যেন সে দিন হাজির হয়েছিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে! তাঁরা সাক্ষী হতে এসেছিলেন বিশ্ব রেকর্ডের। ঘরের ছেলে সনাৎ জয়াসুরিয়া ভেঙে দেবেন ব্রায়ান লারার টেস্ট ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড, মাঠে না গিয়ে কি থাকা যায়। লারার ৩৭৫ রানের বিশ্ব রেকর্ড থেকে ৪৯ রানই দূরে থেকে আগের দিন টেস্টের চতুর্থ দিনটা শেষ করেছিলেন জয়াসুরিয়া।
ক্যারিবিয়ান তারকা লারা ইংল্যান্ডের বিপক্ষে ৩৭৫ রান করে ভেঙেছিলেন গ্যারি সোর্বাসের ৩৬ বছরের পুরোনো রেকর্ড। আর দুই বছর পেরোতে না পেরোতেই সেই রেকর্ডকে হুমকির মতো ফেলে দিলেন লারার মতো বাঁহাতি ব্যাটসম্যান জয়াসুরিয়া।
ভারতের বিপক্ষে ম্যাচটিতে জয়াসুরিয়া শেষ দিন শুরু করেন ৩২৬ রান নিয়ে। তিনটি চার ও দুটি সিঙ্গেল নিয়ে দ্রুতই পৌঁছে যান ৩৪০-এ। রেকর্ড যখন ৩৬ রানের দূরত্বে, তখনই ছন্দপতন। ভারতের অফ স্পিনার রাজেশ চৌহানের একটু বেশি লাফিয়ে ওঠা বল জয়াসুরিয়ার ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় সিলি পয়েন্টের ফিল্ডার সৌরভ গাঙ্গুলীর হাতে। ‘এত কাছে তবু এত দূর’—এই অনুভূতি নিয়ে ড্রেসিং রুমে ফেরা জয়াসুরিয়ার পা যেন চলছিল না।
৩৪০ রান করে ফেরার পর ভারতীয়দের সহানুভূতিও পেয়েছিলেন সনাৎ জয়াসুরিয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পরিচয় সংকটে ভুগে ঝুঁকেছিলেন মাদকে, পরে তিনিই হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট
ছবি: রয়টার্স